চন্দ্রপুর, আগরতলার ড. ভৌমিক Florida Atlantic University, USA te “Best Postdoctoral Fellow of the year” পুরস্কারে সম্মানিত হয়েছেন, যা তাঁকে Dean, FAU প্রদান করেছেন। তিনি ২০১৩ সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে MSc. In Chemistry কেমিস্ট্রি এবং ২০২০ সালে IIT Bombay থেকে পিএইচডি অর্জন করেন। এর পরে তিনি TCG Lifesciences e Research Scientist এবং UF Scripps, USA e পোস্টডক্টরাল ফেলো হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি FAU-তে Senior Research Fellow, যেখানে এক বছরের মধ্যেই এই সম্মান লাভ করেন।
উচ্চ প্রভাবসম্পন্ন জার্নালে প্রকাশিত তাঁর গবেষণা Oxidative Stress লক্ষ্যকারী Chemical probe নিয়ে, যা ক্যান্সার, আলঝাইমার ও হৃদরোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ। এই সাফল্যে তাঁর পরিবার গর্বিত ও আনন্দিত।



