Sunday, December 14, 2025
বাড়িখবরবাণিজ্যশ্যাম সুন্দর কোং জুয়েলার্স উদযাপন করলো 'কংগ্রাচুলেসন্সঅ্যান্ড সেলিব্রেসন্স'

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উদযাপন করলো ‘কংগ্রাচুলেসন্সঅ্যান্ড সেলিব্রেসন্স’

১৩ ডিসেম্বর, ২০২৫ আগরতলা গীতাঞ্জলী ট্যুরিজম গেস্ট হাউজে আয়োজিত হয়েছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ‘কংগ্রাচুলেসন্স অ্যান্ড সেলিব্রেসন্স’ – যা সত্যিই উৎসবের মরসুমের মুকুটে এক নতুন পলক বলা যায়। ‘কংগ্রাচুলেসন্স অ্যান্ড সেলিব্রেসন্স’ হল এই প্রতিষ্ঠানের এক বার্ষিক আয়োজন। উৎসবের মরসুমে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স থেকে ‘শারদীয়া স্বর্ণ সম্ভার’ এবং ‘চমক ভরা ধনতেরাস’ উৎসবে যে সব গ্রাহকরা গয়না কিনেছেন তাঁদের মধ্যে থেকে ৫ ভাগ্যবান বিজয়ীদের লাকি ড্রয়ের মাধ্যমে বেছে নিয়ে মেগা ড্র পুরস্কার দেওয়া হয়। শারদীয়া স্বর্ণ সম্ভার ও ধনতেরাস উৎসবে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ত্রিপুরা ও কলকাতার ৬টি শোরুমে কেনাকাটার সঙ্গে যে কুপন দেওয়া হয়েছিল তার থেকে ৫ টি লাকি ড্র কুপন বাছাই করা হয়।

এই বছর, যে ৫ জন ভাগ্যবান স্কুটি জিতে নিয়েছেন তাঁরা হলেন :

১ তপশ্রী দেব H1827

২. দীপক ভট্টাচার্য J1911

৩. ⁠কুকিলা কলাই M2603

৪. ⁠অংশ সাহা E1018

৫. ⁠দীপান্বিতা রানা SPLC8

আজকের এই সুন্দর আনন্দ ও খুশির দিনে আরো একটি আকর্ষণ যোগ হয়, এখন চলা ‘শুভ বিবাহ উৎসব ২০২৫’ এর দ্বি-পাক্ষিক লাকি ড্র বিজয়ীরদের নাম ঘোষণা করা হয়, যেই ২ যুগল আজ ৪ দিন-৩ রাত্রি সিমলা ও জয়পুরের মধুচন্দ্রিমা প্যাকেজ জিতেছেন। এই মধুচন্দ্রিমার বিজয়ীদের বেছে নেন মেগা লাকি ড্রয়ের বিজয়ীরা।

আজকের ‘শুভ বিবাহ’ উৎসবের দ্বি-পাক্ষিক লাকি ড্র-এর বিজয়ীরা হলেন:

১. সুনীল সরকার- A1727 (সিমলা)

২. ⁠ঝরনা সোম- A1501 (জয়পুর)

“এই বছর, এই চমক আরো বিশেষভাবে আমাদের কাছে ধরা দিয়েছে – কারণ এটি  ‘স্বর্ণ সম্ভার’ উৎসবের ২৩তম সংস্করণ,  একইসঙ্গে ‘চমক ভরI ধনতেরাস’-এর ২০তম বর্ষের সংস্করণের শেষ পর্যায়ের  উৎযাপন।” বলেছেন  শ্যাম সুন্দর  কোং  জুয়েলার্স- এর ডিরেক্টর রূপক সাহা। তিনি আরো  বলেন, “আমাদের এই  যাত্রায় এটা  উল্লেখযোগ্য এক মাইলফলক। আর যাঁদের সাহায্যে এটা সম্ভব হয়েছে তাঁদের নিয়ে উদযাপন করার মতো আনন্দ আর কোনো কিছুতেই হয় না।”

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা আরো বলেন, “ভাগ্যবান বিজয়ীদের হাতে পুরস্কারগুলি তুলে দিতে পেরে আমরা খুব খুশি । একইসঙ্গে আজকের মেগা লাকি ড্র বিজয়ীদের আরো সৌভাগ্য কামনা করছি। ত্রিপুরা এবং কলকাতা জুড়ে এই প্রতিষ্ঠানের গ্রাহক-বন্ধুদের ধন্যবাদ জানাতে আমরা এই উদ্যোগ নিয়েছিলাম। কারণ, গ্রাহকরা যেভাবে উৎসবের মরসুমের এই বিশেষ প্রমোশনে সাড়া দিয়েছেন, তা এক কথায় অভূতপূর্ব। একইসঙ্গে এই প্রতিষ্ঠানের তরফে আমরা ফের আশ্বস্ত করছি আগামী দিনে আরো ভালো পরিষেবা,  গুণগতমান আর ন্যায্য মূল্য হিসেবে গ্রাহকদের প্রত্যাশা পূরণ করার জন্য আমরা সবসময় তাঁদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।” সংস্থার আরেক ডাইরেক্টর অর্পিতা সাহা বলেন “আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলা ‘শুভ বিবাহ উৎসব ২০২৫’-এ সবার সাদর আমন্ত্রণ।  একই সঙ্গে বিগত আয়োজন গুলো সফল ভাবে উদযাপন করার জন্য গ্রাহকবন্ধুদের ধন্যবাদ জানাই“। এই ‘কংগ্রাচুলেসন্স অ্যান্ড সেলিব্রেসন্স” আয়োজনটি  সত্যিই আনন্দের সঙ্গে শেষ হয়েছে। একইসঙ্গে এটাই বার্তা দিয়ে গেলো আগামী বছর বিবাহ আর উৎসবের মরসুম শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে  আরো আনন্দের সঙ্গে উদযাপন করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য