সম্প্রতি এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত সঞ্জীব দাসের সহধর্মিনীর হাতে আজ আর্থিক সহায়তা হিসেবে ৪ লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। একই সাথে তিনি তাদের দুই কন্যা সন্তানের একজনকে ৪ হাজার টাকা করে মাসিক ভাতা এবং এই পরিবারটিকে অন্ত্যোদয়ের অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। উল্লেখ্য, গত কিছুদিন পূর্বে এক দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় সাব্রুমের ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েত নিবাসী কৃষক সঞ্জীব দাসের মৃত্যু হয়।
অন্যদিকে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচিতে সম্প্রতি ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী প্রয়াত দীপান্বিতা পালের পিতা আগরতলার যোগেন্দ্রনগরের দেবাশিস পালের হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা হিসেবে ২ লক্ষ টাকার চেক তুলে দেন। ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচিতে উপস্থিত শোকাহত পরিবারবর্গের সদস্যদের সাথে মুখ্যমন্ত্রী মিলিত হন এবং পরিবার পরিজনদের প্রতি পুনরায় গভীর সমবেদনা ব্যক্ত করেন।



