বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১০ই ডিসেম্বর….. রাজ্য এডিসির স্বশাসিত জেলা আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ বিক্রম কিশোর মানিক্য দেববর্মা বুধবার দুপুরে পদ্মবিল ব্লকের দক্ষিণ পদ্মবিল এডিসি ভিলেজে একটি সিন্থেটিক ফুটবল মাঠের উদ্বোধন করলেন এবং ৫০ সজ্জা বিশিষ্ট ছেলে এবং মেয়েদের জন্য একটি স্পোর্টস স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। এইদিন প্রদ্যুৎ কিশোর দেববর্মা প্রথমে দক্ষিণ পদ্মবিল এডিসি গ্রামের লঙ্কাপুরাতে মহারাজা কীরিট বিক্রম স্পোর্টস স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিলা উন্মোচনের মধ্য দিয়ে। প্রায় সাড়ে ছয় কানি জমিতে তৈরি হচ্ছে স্পোর্টস স্কুল, হোস্টেল, কোয়াটার এবং খেলার মাঠ। তাতে ব্যয় হবে ৮ কোটি টাকা। এরপর তিনি চার কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি সিন্থেটিক ফুটবল মাঠের উদ্বোধন করলেন। প্রদ্যুৎ কিশোর দেববর্মা ছাড়াও দুটি অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রঞ্জিত দেববর্মা,এডিসির ক্রীড়া যুবক দপ্তরের কার্যকরী সদস্য সোহেল দেববর্মা, পূর্ত এবং পানীয় জল দপ্তরের কার্যকরী সদস্য রোনিয়াল দেববর্মা সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে প্রদ্যুৎ কিশোর দেববর্মা জানান, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার অগ্রগতির জন্য তৈরি করা হচ্ছে স্পোর্ট স্কুল। এছাড়া দক্ষিণ রামচন্দ্র ঘাট এডিসি ভিলেজ এর বাইজাল বাড়িতে সিনথেটিক ফুটবল মাঠ তৈরি করা হয়েছে। নেশা মুক্ত ত্রিপুরা গড়ার জন্য খেলাধুলা এবং শারীরিক দক্ষতার খুবই প্রয়োজন।এই ধরনের কাজকর্মে রাজ্যের পাশাপাশি দেশেরও উন্নয়ন হবে বলে তিনি জানান। তিনি এও বলেন যদি আমাকে সুযোগ দেওয়া হয় তাহলে আরোও অনেক উন্নয়নমূলক কাজ করতে তিনি আগ্রহী রয়েছেন। বর্তমান সময়ে নেশা মুক্ত ত্রিপুরা গড়তে যুব সমাজকে খেলার মাঠের দিকে ধাবিত করতে হবে। তাহলেই যুব সমাজ নেশার কবল থেকে রক্ষা পাবে। কারণ খেলাধুলার মাধ্যমে শারীরিক গঠন হবে পাশাপাশি মন-মানসিকতা এবং স্বাস্থ্য সবদিকেই ভালো থাকবে বলে তিনি মনে করেন। তাই বিভিন্ন এলাকাতে এই ধরনের ক্রিরা বিদ্যালয় স্থাপনের জন্য চালিয়ে যাচ্ছেন। যাতে করে যুবসমাজ নেশার কবলে না পড়ে নিজেদের ভবিষ্যৎ গরতে পারে।



