ত্রিপুরায় পর্যটনের ক্ষেত্রে অপার সম্ভাবনা রয়েছে। মানুষের আর্থসামাজিক উন্নয়নে পর্যটন শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং রাজনগর ব্লকের যৌথ উদ্যোগে আজ বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লকের চন্দ্রপুরে তিনদিন ব্যপী পর্যটন ও মিলন মেলার উদ্বোধন করে একথা বলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা। তিনি বলেন, বিভিন্ন মেলায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষের আগমনের ফলে সকলের মধ্যে একতা তৈরী হয়। শিল্পমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যটন শিল্পের উন্নয়নের পাশাপাশি দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। এলক্ষ্যে বর্তমান সরকারের সময়ে রাজ্যে স্বসহায়ক দলের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। তাই তিনি সকলকে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানান। অনুষ্ঠানে দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত বলেন, এই ধরণের অনুষ্ঠানের মাধ্যমে সকল অংশের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববন্ধন সুদৃঢ় হয়। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন জেলাশাসক মোঃ সাজাদ পি, সমাজসেবী দীপায়ন চৌধুরী, সমাজসেবী চন্দন দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্ভুনাথ কর, রাজনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান জয়দেব সরকার, বিলোনিয়া মহকুমার মহকুমা শাসক দেবাশিস দাস প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন রাজনগর ব্লকের বিডিও বিদ্যাসাগর ত্রিপুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ নাথ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক মঞ্চে সারারাত ব্যপী দক্ষিণ ত্রিপুরা জেলার শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও অতিথিগণ সরকারি প্রদর্শনী স্টলের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পে ২৫ জনের হাতে পাট্টার দলিল তুলে দেওয়া হয়।



