Friday, December 12, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদঋণ নিয়ে সরকারি আবাস যোজনা ঘর তৈরি করার পরও সরকারি সহযোগিতা না...

ঋণ নিয়ে সরকারি আবাস যোজনা ঘর তৈরি করার পরও সরকারি সহযোগিতা না পাওয়ার অভিযোগ উঠে এলো মেলাঘর পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ড থেকে

কেউ বাইক বিক্রি করে, কেউ আবার বন্ধন থেকে ঋণ নিয়ে সরকারি আবাস যোজনা ঘর তৈরি করলেও এখন পর্যন্ত ১ টাকাও পায়নি ঘরের মালিকরা। আর এই চাঞ্চল্যকর ঘটনা উঠে আসলো মেলাঘর পৌরসভার ৮ এবং ৯ নম্বর ওয়ার্ড থেকে। মেলাঘর পৌরসভার অমানবিক আচরণে, মেলাঘর পৌরসভার ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডের আবাস যোজনার ঘর পাওয়া ব্যক্তি গুলি আজ পথে বসার উপক্রম,। সরকার গরিব মানুষের জন্য, আবাস যোজনার মাধ্যমে লক্ষ টাকা খরচ করে, আর সেই টাকা যখন, পঞ্চায়েত, পৌরসভাতে আসে, সেখানে আমলা থেকে শুরু করে নেতারা সে টাকা আত্মসাৎ করার জন্য এক প্রকার প্রতিযোগিতা নেমে ওঠে। এবার এমন এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসলে মেলাঘর পৌরসভার ৮ এবং আট নম্বর ওয়ার্ড থেকে, এই দুই ওয়ার্ডের প্রচুর সরকারি আবাস যোজনা ঘর, মেলাঘর পৌরসভা থেকে দেওয়া হয়েছে, আরমানের মাধ্যমে এই ঘরগুলি বরাদ্দ করা হয়েছে।মেলাঘর পৌরসভা প্রতিশ্রুতি দিয়েছিল, ধাপে ধাপে এ সমস্ত আবাস যোজনার ঘর গুলি টাকা ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করে দেবে। আর এই কথা শোনার পর আবাস যোজনা ঘর পাওয়া, ব্যক্তিরা কেউ বাইক বিক্রি করে, কেউ আবার অতিরিক্ত সুদে, কেউ আবার জায়গায় বিক্রি করে তার স্বপ্নের ঘরটি তৈরি করেছেন, দফা, দফা মেলাঘর পৌরসভা থেকে সমস্ত ঘর গুলির, বিভিন্ন ছবি ও কাগজপত্র নেওয়া হলেও আজ পর্যন্ত ভুক্তভোগীরা ১ টাকাও পায়নি। অনেকে অর্ধেক ঘর তৈরি করে, কিন্তু ঘরের টাকা না পাওয়ায়, ঘটি অধ্যমত অবস্থা রয়েছে। যার বলে সেই ঘরের খালি জায়গা বড় বড় গাছ, নোংরা আবর্জনা তৈরি হয়েছে। ভুক্তভোগীরা পৌরসভা যোগাযোগ করতে গেলে, পৌরসভা থেকে বলা হয়, টাকা ঢুকে গিয়েছে, ব্যাংকে ট্রান্সফার হয়েছে, কিন্তু ব্যাংকে গিয়ে আবাস যোজনা ঘর পাওয়া ব্যক্তি গুলি খালি হাতে ফিরে আসে।এমনি তো পৌরসভার, বিভিন্ন দুর্নীতি আজকে, সমাজ মাধ্যম থেকে শুরু করে, বিভিন্ন খবরের কাগজে প্রতিদিনই প্রকাশ হচ্ছে। এবার মেরাঘর পৌরসভার আবার যোজনার আরেকটি দুর্নীতি, জনসমক্ষে উঠে আসলো। যারা এ ঘর পেয়েছে, তারা কেউ কোটিপতি নয়, একেবারে নিম্ন আয়ের পরিবার, কিন্তু তারপরেও এদের আবাস যোজনা ঘর নিয়ে ছিনিমিনি খেলা, এটা সভ্য সমাজ কোনভাবে মানতে পারে না। এখন তাদের দাবি, অবিলম্বে যাতে তাদের সরকারি আবাস যোজনা ঘর ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করে, যাতে করে তারা বিভিন্ন ঋণ মুক্ত হতে পারে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

7 + sixteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য