ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী দীপান্বিতা পালের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা।
শনিবার যোগেন্দ্রনগরে তাদের বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। কেননা একটি নিষ্পাপ শিশুর এই অকাল প্রয়াণ সত্যিই হৃদয়বিদারক ও বেদনাদায়ক।
এদিন মুখ্যমন্ত্রী জানান জিবি হাসপাতালে ভর্তি থাকাকালীন সময়ে আমার অফিস থেকে চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছিল। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টার পরও সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে দীপান্বিতা না ফেরার দেশে চলে যায়।
ঘটনার তদন্তের জন্য জেলা শাসক এবং শিক্ষা দপ্তরের অধিকর্তাকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজ্য সরকার শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকবে এবং এই কঠিন সময়ে পরিবারকে সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে বলে জানান তিনি।



