Thursday, November 27, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদসর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে যাত্রাপুর থানায় বসে আঁকো প্রতিযোগিতা

সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে যাত্রাপুর থানায় বসে আঁকো প্রতিযোগিতা

সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে যাত্রাপুর থানার উদ্যোগে আয়োজিত হলো এক বসে আঁকো প্রতিযোগিতা। শুক্রবার সকালে থানা এলাকার দ্বিতল ভবনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা, কাঁঠালিয়া এলাকার প্রায় ৪০ জন কচিকাঁচা উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন সেখানে।

শিশুদের উদ্দেশে প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছিল— সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিকৃতি আঁকা। ছোট্ট অংশগ্রহণকারীদের রঙ-তুলিতে উঠে আসে দেশপ্রেম, নেতৃত্ব ও ঐতিহাসিক ব্যক্তিত্বের ছাপ।

অনুষ্ঠানটি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আয়োজক পক্ষ জানায়, এই ধরনের সাংস্কৃতিক ও শিক্ষামূলক উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে দেশের ইতিহাস ও মহান ব্যক্তিত্বদের সম্পর্কে জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six + 19 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য