বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২১শ নভেম্বর….. বিহারের নির্বাচনে এন ডি এ জোটের বিপুল জয়ে, গোটা রাজ্যের সাথে খোয়াই জেলার প্রতিটি মণ্ডলে মিছিল সম্পন্ন হয়েছিল ধন্যবাদ মিছিল শিরোনামে। সেই অনুযায়ী
শুক্রবার বিকেলে বিজয় সমাবেশ সংগঠিত করল খোয়াই জেলা বিজেপি কমিটি। শুক্রবার বিকেলে রামচন্দ্র ঘাট বাজারে এই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি বিনয় দেববর্মা প্রধান বক্তা বিধায়ক পিনাকি দাস চৌধুরী, স্বাগত আলোচনা করেন খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস। শুক্রবার বিকেল চারটায় সমাবেশ শুরু হয় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন নমিতা দেববর্মা অপর্ণা সিংহ রায়। স্বাগত আলোচনা করতে গিয়ে সাধারণ সম্পাদক সমীর কুমার দাস বলেন বিহারে নির্বাচনের এই জয় প্রত্যাশিত ছিল। বিহারের জনগণ ন্যায় সত্য এবং উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন। এই রাজ্যে যারা ভারতীয় জনতা পার্টিকে মানুষের সামনে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন এর বাস্তবতা নেই বাস্তব চিত্র ভিন্ন, ফলাফল তার প্রমাণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী , মানিক সাহার নেতৃত্বে রাজ্যে সুশাসন চলছে । তিনি বলেন ভারতীয় জনতা পার্টি বট বৃক্ষের মতো গণতন্ত্রকে এবং উন্নয়নকে যারা ভালোবাসেন তারাই বটবৃক্ষের শীতল ছায়ায় আছেন বা আসবেন। প্রধান বক্তা পিনাকী দাস চৌধুরী বলেন বিহার নির্বাচন নিয়ে, রাজ্যের বিরোধী দলগুলি কুৎসা এবং মিথ্যা প্রপাগন্ডা তৈরি করেছিল ।ওরা বলেছিল বিজেপির পতন শুরু হবে বিহার থেকে কিন্তু জনরায়ে এটা প্রমাণিত বিরোধীরা ভুল ছিল এবং বিহার বাসি উন্নয়নের পক্ষে জনমত দেন। বিগত বামপন্থীদের শাসনের বিভিন্ন সন্ত্রাস এর ঘটনা উল্লেখ করে বিধায়ক পিনাকী দাস চৌধুরী সি পি আই এম কে তুলোধোনা করেন। তিনি বলেন সি পি আই এম হল সন্ত্রাসের আঁতুড় ঘর তাই বামপন্থীকে এই রাজ্যের মানুষ কখনো ক্ষমা করবে না এবং তাদের ক্ষমতা আসার স্বপ্ন অধরাই থাকবে। জেলা সভাপতি বিনয় দেববর্মা সমাপ্তি ভাষণে মাধ্যমে এই বিজয় সমাবেশ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



