বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২০শে নভেম্বর….. খোয়াই বন দফতরের উদ্যোগে এবং বাইজাল বাড়ি থানার সহায়তায় খোয়াই মহকুমার অন্তর্গত মেলকা বাড়ীতে গাঁজা বাগান কাটতে গিয়ে গ্রাম বাসির আক্রমনে গুরুতর আহত দুই পুলিশ কর্মী এক জন সিমান্ত রক্ষি বাহীনির জওয়ান।গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে খোয়াই বন বিভাগের উদ্যোগে এবং বাইজাল বাড়ি পুলিশের সহায়তায় বাইজাল বাড়ি থানার অন্তর্গত মেলকা বাড়ি এ ডি সি ভিলেজে বন দপ্তর, পুলিশ, বি এস এফ, এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর জোয়ানরা একটি পরিপূর্ণ গাজা বাগানের প্রায় আট হাজার গাছ কেটে ধ্বংস করে আগুন লাগিয়ে দেয়। বিভিন্ন দপ্তরের আধিকারিক ও জওয়ানরা যখন পরিপূর্ণ গাজা বাগান ধ্বংস করছিল ঠিক সেই সময় গ্রামের উত্তেজিত ৬০ থেকে ৭০ মহিলা পুরুষ মানুষ মিলে তাদের উপর ইট পাটকেল দিয়ে আক্রমণ চালায় । গ্রামবাসীদের আক্রমণে আহত হয়েছেন একজন বিএসএফ জওয়ান এবং দুইজন পুলিশ কর্মী ও একজন বন কর্মী। পুলিশ জানিয়েছে, উত্তেজিত জনতা পুলিশের দুটি গাড়িতেও ব্যাপক ভাঙচুর করে। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে উত্তেজিত গ্রামবাসীদের ছত্রভঙ্গ করে এবং সেখান থেকে ফিরে আসে।শেষে বন দফতরের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয় বাইজাল বাড়ি থানার। পুলিশ সেই মামলাটি সুমোটো ধারায় গ্রহন করে বলে জানান খোয়াই বাইজাল বাড়ি থানার ওসি যুগল ত্রিপুরা।



