রবিবার উত্তর বনমালীপুর ইয়ংস কর্নার ক্লাবকে বিধায়ক উন্নয়ন প্রকল্প তহবিল থেকে অ্যাম্বুলেন্স প্রদান করলেন বিধায়ক গোপাল চন্দ্র রায় । এদিনের অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক রায় বলেন, দলমত নির্বিশেষে এলাকার উন্নয়ন ও মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি স্পষ্টভাবে জানান, এই অ্যাম্বুলেন্স জনগণের ট্যাক্সের টাকায় দেওয়া হচ্ছে। সেই টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতেই এই উদ্যোগ।



