Thursday, November 20, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদবিহারের নির্বাচনে এন ডি এ জোট পুনরায় ক্ষমতায় আসার কারনে খোয়াই মন্ডলের...

বিহারের নির্বাচনে এন ডি এ জোট পুনরায় ক্ষমতায় আসার কারনে খোয়াই মন্ডলের উদ্যোগে বিহার বাসিকে ধন্যবাদ জানিয়ে মিছিল সংঘটিত হয়।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৪ই নভেম্বর…..১৪ ই নভেম্বর গোটা দেশের চোখ ছিল চলমান বিহার বিধানসভা নির্বাচনের দিকে।তাই শুক্রবার বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনার সকাল থেকে এন ডি এ জোট বনাম ইন্ডি জোটের লড়াই প্রত্যক্ষ করতে টিভির পর্দায় ছিল সবার চোখ। কিন্তু প্রতি রাউন্ডে এগিয়ে যাচ্ছিল এন ডি এ পদপ্রার্থীরা বেলা ১১ টায় পরিষ্কার চিত্র নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এন ডি এ জোট পুনরায় বিহারে ক্ষমতায় আসছে।
এই উপলক্ষে বিজেপি খোয়াই মন্ডলের উদ্যোগে শুক্রবার সন্ধ্যা ৭ টায় বিহার বাসীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে খোয়াই মন্ডল কার্যালয় থেকে ঢাক ডোল নিয়ে মিছিল শুরু হয়। স্লোগান উঠে নরেন্দ্র মোদী জিন্দাবাদ ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ।
বিহার শেষে বাংলায় এবার বিজেপি সরকার। শুক্রবার সন্ধ্যায় খোয়াই মন্ডলের উদ্যোগে মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই মন্ডল কমিটির সভাপতি অনুকূল দাস, জেলা সভাপতি বিনয় দেববর্মা জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, মন্ডল সাধারণ সম্পাদক অনিমেষ নাগ ,দেবাশীষ নাথশর্মা ,প্রণব বিশ্বাস ও অন্যান্য নেতৃত্বরা।এই মিছিলটি খোয়াই মন্ডল থেকে শুরু হয়ে খোয়াই সহ্য পরিক্রমা করে শেষে মন্ডল কার্যালয়ের মিছিলটি সমাপ্ত হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen + 14 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য