Monday, October 13, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদসি পি আই এম এর দুষ্কৃতিকারী দ্বারা খোয়াই মন্ডলে অগ্নিসংযোগ কান্ডকে কেন্দ্র...

সি পি আই এম এর দুষ্কৃতিকারী দ্বারা খোয়াই মন্ডলে অগ্নিসংযোগ কান্ডকে কেন্দ্র করে বিক্ষোব মিছিল শেষে সাংবাদিক সম্মেলন।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৮ই অক্টোবর…. সি পি আই এমের দুষ্কৃতিকারী দ্বারা মঙ্গলবার গভীর রাতে খোয়াই মন্ডলে অগ্নি সংযোগ কে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এবং বিক্ষোভ মিছিল শেষে বুধবার রাত ৮ ঘটিকায় খোয়াই বিজেপি জেলা সদর কার্যালয়ে এক প্রেস মিটের আয়োজন করা হয়।
বুধবার রাত ৮ ঘটিকায় বিজেপি খোয়াই মন্ডল এর উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খোয়াই মন্ডলের সভাপতি অনুকুল দাস। বিজেপি খোয়াই জেলা কমিটির সম্পাদক সমীর কুমার দাস, জেলা কমিটির সভাপতি বিনয় দেববর্মা, সহ অন্যান্য নেতৃত্বরা। এই সাংবাদিক সম্মেলনে আলোচনা করতে গিয়ে খোয়াই মন্ডলের সভাপতি বলেন সি পি আই এম দলের এক দুষ্কৃতী মন্টু কর্মকার দ্বারা মঙ্গলবার গভীর রাতে খোয়াই মন্ডলে অগ্নিসংযোগ করার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় খোয়াই মন্ডল এর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । এরপর বিজেপি জেলা কার্যালয়ে এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সাংবাদিক সম্মেলন করতে গিয়ে খোয়াই মন্ডল সভাপতি অনুকূল দাস জানান এই ঘটনার সাথে জড়িত সি পি আই এম দলের আশ্রিত মন্টু কর্মকার। এই অগ্নিসংযোগ এর ঘটনা মন্ডল কার্যালয়ের সি সি ফুটেজে ধরা পড়ে বলে জানান মন্ডল সভাপতি অনুকুল দাস। এবং মন্টু কর্মকারের বিরুদ্ধে খোয়াই থানায় একটি মামলা করা হয়। শুধু তাই না এই মন্টু কর্মকার এই ধরনের বিভিন্ন ধরনের নাশকতা মূলক কাজের সাথে জড়িত বলে জানান মন্ডল সভাপতি অনুকূল দাস। এবং এই মন্টু কর্মকারের বিরুদ্ধে খোয়াই থানায় প্রচুর মামলা রয়েছে বলেও জানান মন্ডল সভাপতি ।মন্ডল সভাপতি আরো জানান এইরকম একটা দুষ্কৃতীকে সিপিএম খোয়াই বিভাগীয় কমিটির কর্মকর্তারা প্রশ্রয় দিয়ে চলেছেন। এটার বিরুদ্ধে পুলিশ যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করুক বলে এই সাংবাদিক সম্মেলনে জানান। এর জন্য এই বিষয়টিকে জনসমক্ষে উত্থাপন বা প্রচারের করার জন্য সাংবাদিকদের কাছে অনুরোধ করেন মন্ডল সভাপতি অনুকূল দাস।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য