ডি এম,র নির্দেশে রাস্তায় মহকুমা প্রশাসন। ঘটনা চড়িলাম বাজার সংলগ্ন সারদা হোটেল জয়রাম হোটেল এবং একটি বাস বেতের দোকানের সামনে। অভিযোগ এই সমস্ত হোটেল এবং দোকানগুলোর সামনে অবৈধভাবে সারাক্ষণ গাড়ি পার্কিং করে রাখা হয়। যার ফলে হামেশাই যান দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে। বারবার বলার পরেও এই সমস্ত হোটেলের মালিকরা সতর্ক হচ্ছে না। যার ফলে সিপাহী জলা জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয় স ওয়াল এর নির্দেশে বিশালগড় মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস রেভিনিউ ইন্সপেক্টর শংকর শর্মা এবং বিশালগড় থানার পুলিশ বুধবার সকালে হানা দেয় হোটেলগুলোতে এবং তহশীলদার সহ জাতীয় সড়কের জায়গা মেপে মাপ যোগ করে নির্দেশ দেওয়া হয় যাতে করে জাতীয় সড়কের জায়গায় হোটেল গুলোর সামনে অবৈধভাবে বাইক গাড়ি পার্কিং করে না রাখা হয়। যদি নির্দেশ না মানা হয় তাহলে আগামী দিন সাধারণ প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হবে দোকানগুলো ।