Tuesday, October 14, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়া পৌর পরিষদ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো লোক কল্যাণ মেলা

তেলিয়ামুড়া পৌর পরিষদ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো লোক কল্যাণ মেলা

তেলিয়ামুড়া প্রতিনিধি।।
বুধবার সকাল থেকে তেলিয়ামুড়া পৌর পরিষদ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো লোক কল্যাণ মেলা, যা আয়োজিত হয় প্রধানমন্ত্রী স্বনিধি (PM SVANidhi) প্রকল্পের আওতায়। ক্ষুদ্র ব্যবসায়ী, পথ বিক্রেতা এবং সাধারণ মানুষের জন্য সরকারি সুবিধা ও কল্যাণমূলক প্রকল্পের সুযোগ–সুবিধা পৌঁছে দেওয়াই ছিল এই মেলার মূল লক্ষ্য।


এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌরপিতা রূপক সরকার, ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার প্রদীপ কুমার সরকার এবং পৌরপিতা মধুসূদন রায়। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরপিতা রূপক সরকার বলেন—“প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্প ক্ষুদ্র ব্যবসায়ী ও পথ বিক্রেতাদের আত্মনির্ভরতার পথে এগিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করছে। আজকের এই মেলার মাধ্যমে তারা সহজেই প্রকল্পের সুবিধা ও ঋণ সংক্রান্ত তথ্য সম্পর্কে সচেতন হতে পেরেছেন।”


মেলায় বিভিন্ন স্টল খোলা হয়, যাতে উপকারভোগীরা (Beneficiaries) সহজে সরকারি বিভিন্ন সুযোগ–সুবিধা ভোগ করতে পারেন। এর মধ্যে উল্লেখযোগ্য—PM SVANidhi প্রকল্পের তথ্য ও ঋণ সুবিধা স্টল,ক্ষুদ্র ব্যবসায়ীদের নিবন্ধন ও সহায়তা শিবির,ডিজিটাল লেনদেন ও আধুনিক ব্যাংকিং প্রশিক্ষণ ক্যাম্প,বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মেলার মাধ্যমে শুধু স্বাস্থ্য ও আর্থিক সচেতনতা বৃদ্ধি পায়নি, বরং মানুষ সরাসরি সরকারি কল্যাণ প্রকল্প ও ঋণ সুবিধার সুযোগও গ্রহণ করতে পেরেছেন।


উল্লেখ্য, করোনা মহামারির সময় ক্ষতিগ্রস্ত পথ বিক্রেতাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার এই প্রকল্প চালু করে। বর্তমানে ত্রিপুরার বিভিন্ন পৌরসভা এলাকায় এর সুফল মিলছে। আজকের তেলিয়ামুড়ার লোক কল্যাণ মেলা ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা, আর্থিক সহায়তা এবং সচেতনতার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে প্রতিফলিত হলো।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য