Tuesday, October 14, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়ায় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে: মহকুমা শাসক

তেলিয়ামুড়ায় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে: মহকুমা শাসক

তেলিয়ামুড়া মহকুমায় দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেজন্য মহকুমা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী এই তথ্য জানিয়েছেন। তিনি দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সরকারি বিভিন্ন নির্দেশিকা উল্লেখ করে জানান, প্রতিমা ২০ ফুট উচ্চতার বেশি এবং সুপার স্ট্রাকচার ৪০ ফুট উচ্চতার বেশি করা যাবে না। জনসমক্ষে মাইক্রোফোন ও পাবলিক এড্রেস সিস্টেম ব্যবহারের ৭২ ঘন্টা আগে মহকুমা পুলিশ আধিকারিকের অনুমতি নিতে হবে। রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত সময়ে কোনও মাইক বা পাবলিক এড্রেস সিস্টেম ব্যবহার করা যাবে না। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও আদালতের ১০০ মিটারের মধ্যে কোনও প্রকার সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না। রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত সময়ে কোনও প্রকার আতসবাজি ফাটানো যাবে না। ৭৫ ডেসিবেলের বেশি শব্দ ব্যবহার সীমিত রাখতে হবে এবং ৯০ ডেসিবেলের বেশি শব্দ সৃষ্টিকারী বাজি ফাটানো যাবে না। সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত মহকুমা শাসক রূপম দাস, মহকুমা পুলিশ আধিকারিক জি. কিষাণ, তেলিয়ামুড়া থানার অফিসার ইনচার্জ জয়ন্ত কুমার দে প্রমুখ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য