জনগণের অভাব অভিযোগের সত্যতা যাচাই করতে বৃহস্পতিবার বটতলার মহা শ্মশান পরিদর্শন করলেন মেয়র ।কিছু কিছু অভিযোগের সত্যতা নিজ চোখে পরখ করেন তিনি ।পরে মেয়র জানান ,বটতলা মহাশ্মশানে আরো ডোম ও সাফাই কর্মী নিয়োগ সহ সার্বিক পরিষেবা বৃদ্ধির ব্যবস্হা গ্রহন করা হবে।
বটতলা মহাশ্মশান নিয়ে জনগণের মধ্যে বিস্তর অভিযোগ রয়েছে ।এই অভিযোগের সত্যতা যাচাই করতে বৃহস্পতিবার বটতলা মহাশ্মশান পরিদর্শন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।পরিদর্শনকালে মেয়র এর সাথে ছিলেন আগরতলা পৌর নিগমের কমিশনার ডি কে চাকমা, আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের সিইও শৈলেশ কুমার যাদব ,এলাকার কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী ,এম আই সি সদস্য তুষার কান্তি ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকরা। এদিন মহাশ্মশান পরিদর্শন কালে কিছু কিছু অভিযোগের সত্যতা নিজ চোখে পরখ করেন মেয়র। মহাশ্মশান এলাকাটি যে নিয়মিত সাফাই হয় না তা অনুভব করেন তিনি ।পরে মেয়র সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মহাশ্মশানে আরো ডোম নিয়োগ করা হবে ।আরো সাফাই কর্মী নিযুক্ত করা হবে। তিনি জানান ,মুখ্যমন্ত্রীর নির্দেশমতো মহাশ্মশানের শিব মন্দিরটি মাটি থেকে আরও উপরে তোলা হবে। মহাশ্মশানে একটি আধুনিক মানের ঘাট নির্মাণ করে দিতে আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের সিইওকে অনুরোধ করেন মেয়র ।তিনি আরো জানান ,শ্মশানের অফিস ঘরটিকে শ্মশানের সাথে নিয়ে আসা হবে। বর্তমান অফিস ঘটিতে স্থানীয় ওয়ার্ড অফিস নির্মাণ করা হবে।
এদিকে মহাশ্মশানের দীর্ঘদিনের শিব মন্দিরটির সংস্কার সাধনের সংবাদে স্থানীয়রা বেজায় খুশি। দীর্ঘদিন ধরেই স্থানীয় এলাকাবাসী মহাশ্মশানের শিব মন্দিরটি সংস্কার সাধনের জন্য দাবি জানিয়ে আসছিলেন।