ত্রিপুরা রাজ্যের দোকান পরিচালক সমিতিসদর এ এম সি কমিটির ৮ ম এৈ বার্ষিক সম্মেলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য ও জন সংবরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, সভাপতি প্রদীপ চন্দ,ও সম্পাদক সহ অন্যানরা। প্রদীপ প্রজ্জোলন করে সম্মেলনের সূচনা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য। এই দিনের অনুষ্ঠানের বক্তব্য রাখতে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন পিডিএস ব্যবস্থাকে শক্তিশালী ও ত্বরান্বিত করতে রেশন ডিলারদের আরো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। আজ আগরতলার সুকান্ত একাডেমিতে ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির সদর এম সি কমিটির অষ্টম ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করে এ কথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন প্রত্যেক রেশন ডিলারা ইতিবাচক ভূমিকা নিয়ে ভোক্তাদের সঙ্গে ভালো ব্যবহার করা যাতে সরকার সম্পর্কে জনগণ বিরূপ প্রতিক্রিয়া না হয়। ঐক্য বজায় রেখে আগামী দিনে সংগঠনের কাজকেও স্বচ্ছতার সঙ্গে পরিচালন করার আহ্বান জানান তিনি।