পূজোর ভাসানের ব্যবস্থাপনা খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাজধানীর দশমিঘাট পরিদর্শনে গেলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।এ দিন মেয়র জানান ,প্রতিমা নিরঞ্জনের যাবতীয় ব্যবস্থা পৌর নিগম কর্তৃপক্ষের উদ্যোগে করা হচ্ছে ।প্রতিমা নিরঞ্জনের জন্য ১০০ জন শ্রমিক নিয়োগ করা হবে।
পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেলেও দেবীপক্ষ শুরু হতে আরো কিছুদিন বাকি। দূর্গা পূজা কে কেন্দ্র করে পাড়ায় পাড়ায় চলছে পূজো উদ্যোক্তাদের জোড় প্রস্তুতি। চারিদিকেই একটা খুশির আবহ। আর এর মধ্যেই প্রতিমা ভাসানের প্রস্তুতি শুরু করে দিয়েছে আগরতলা পৌরনিগম কর্তৃপক্ষ ।এবছর চতুর্থ বর্ষে পদার্পণ করবে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত মায়ের গমন অনুষ্ঠান ।এই অনুষ্ঠান ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে ।এই দিন শহরের অধিকাংশ ক্লাব গুলি প্রতিমা নিরঞ্জন করবে ।এর মধ্যে বেশিরভাগ প্রতিমা নিরঞ্জন করা হবে দশমিঘাট এলাকায় ।এর জন্য দশমী ঘাটের প্রস্তুতি শুরু করে দিয়েছে নিগম প্রশাসন ।বৃহস্পতিবার দশমী ঘাট এলাকা পরিদর্শন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।পরিদর্শনকালে মেয়রের সাথে ছিলেন আগরতলা পৌর নিগমের কমিশনার ডি কে চাকমা, আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের সিইও শৈলেশ কুমার যাদব ,মেয়র ইনকাউন্সিল তুষার কান্তি ভট্টাচার্য ,স্থানীয় কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা। এদিন দশমিঘাট পরিদর্শন করে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান, প্রতিমা নিরঞ্জন এর যাবতীয় ব্যবস্থা করা হবে পৌর নিগমের উদ্যোগে। এখানে ক্লাবগুলিকে প্রতিমা নিরঞ্জন করতে হবে না ।এর জন্য চারটি ক্রেন রাখা হবে ।আরো বাড়তি ১০০ জন শ্রমিক নিয়োগ করা হবে ।দশমী ঘাটে কোনো বাদ্যযন্ত্র বা সাউন্ড সিস্টেম নিয়ে কেউ যেতে পারবেনা ।আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে মহিলারা উলুধ্বনি এবং সঙ্খধ্বনি দিয়ে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিমা নিরঞ্জন করবেন ।তিনি আরো জানান ,প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে দশমিঘাট এলাকায় এসডিএম এবং এডিএম এর টিম উপস্থিত থাকবেন ।দশমী ঘাটে দমকল এবং অ্যাম্বুলেন্স এর ব্যবস্থাও রাখা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য ,গত বছর রাজধানী আগরতলায় ছয়শ আটটির মতো পুজো হয়। এর মধ্যে ২৩৬টি পুজো বাড়ি ঘরের ছিল ।বাকিগুলি ছিল ক্লাবের পুজো ।৬০৮টি পুজোর মধ্যে 336 টি পুজোর প্রতিমা গত বছর দশমিঘাটে নিরঞ্জন করা হয় ।এছাড়াও আগরতলা পৌর নিগমের অধীন আরো ১২টি দশমি ঘাটে প্রতিমা নিরঞ্জন করা হয় ।এই বারটি দশমি ঘাটেও পৌরনিগমের কর্মীরা প্রতিমা নিরঞ্জনের কাজে সাহায্য করে থাকেন।