Saturday, September 13, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদএক মৃতদেহের সৎকার কে কেন্দ্র করে মৃতের পরিবারের সাথে দক্ষযজ্ঞ রাষ্ট্র বাদী...

এক মৃতদেহের সৎকার কে কেন্দ্র করে মৃতের পরিবারের সাথে দক্ষযজ্ঞ রাষ্ট্র বাদী সরকারের উপপ্রধানের। পুলিশের গাড়ি ভাঙচুর স্বপ্রনোদিত মামলা পুলিশের।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১০ই সেপ্টেম্বর……খোয়াই থানাধীন সিপাই হাওর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমতলী এলাকায় এক মৃতদেহ সৎকার এর ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দক্ষযজ্ঞ ঘটনা। মৃতদেহ সৎকার করতে না দেওয়া কে কেন্দ্র করে মৃতরা পরিবার এবং খোয়াই আমতলী এলাকার জনগণের মধ্যে দক্ষযজ্ঞ শুরু হয়। সেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে স্থানীয় লোকজন পুলিশের এক সাব ইন্সপেক্টর কে শারীরিকভাবে নিগৃহীত করার পাশাপাশি পুলিশের গাড়ি ভাঙচুর করে । এই ঘটনার পরবর্তীতে পুলিশ একটি স্বপ্রণোদিত মামলা গ্রহণ করে।ঘটনার বিবরণে খোয়াই থানার ওসি কৃষ্ণ ধন সরকার জানান খোয়াই বারবিল এলাকার বাসিন্দা তপন দে দীর্ঘ দিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় মারা যান। যথারীতি মঙ্গলবার রাত ১০টা নাগাদ মৃত তপন দেকে উনার পরিবারে লোকজন এবং এলাকাবাসী মিলে সৎকারের জন্য খোয়াই সিপাই হাওর পঞ্চায়েতের অন্তর্গত আমতলী এলাকার শ্মশান ঘাটে নিয়ে গেলে ঐ এলাকার জনগণ মৃত তপন দের মৃতদেহকে সৎকার করতে দিচ্ছিল না। আমতলী এলাকাবাসীর বক্তব্য ক্যান্সার রোগির মৃতদেহ এই শ্মশান ঘাটে দাহ করা যাবে না।এই নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ বাঁধে। গোটা ঘটনাটির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ঐ এলাকার রাষ্ট্র বাদী দলের উপপ্রধান সুদীপ দেববর্মা পুলিশের সাথে দূর ব্যবহার করে এবং দাহ কাজে বাধা প্রদানের জন্য ঐ এলাকার গ্রাম বাসিদের কে লেলিয়ে দেয়।তাতে একজন পুলিশ অফিসার অল্প বিস্তর আহত হয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে।এই বিষয়ে নিয়ে পুলিশ ৫ জনের বিরুদ্ধে স্বপ্রনোদিত ভাবে একটি মামলা গ্রহণ করে। এরা হল ঐ এলাকার উপপ্রধান সুদীপ দেববর্মা,আনন্দ দেবনাথ সঞ্জিত দেবনাথ, মেম্বার গৌতম তাঁতি,দীপক দেবনাথ। এই গোটা ঘটনাটি নিয়ে মৃতার পরিবারের লোকজন এবং বারবিল এলাকার লোকজন অভিযোগ তুলছেন গোটা ঘটনাটি নিয়ে। একটি মৃতদেহ সৎকার করাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটে গেল মঙ্গলবার রাতে সেটা নিয়ে খোয়াই এর শুভবুদ্ধি সম্পন্ন জনগণ ছি ছি করছেন। পুলিশ জানিয়েছেন যে স্বপ্রানদিত মামলা গ্রহণ করেছেন পাঁচজনের বিরুদ্ধে তার মধ্য থেকে একজনকে আটক করেছেন, বাকি চারজন পালিয়ে বেড়াচ্ছেন। পুলিশ দ্রুত তাদেরকে গ্রেফতার করে আদালতে পাঠাবেন বলে সংবাদ মাধ্যমকে জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight + 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য