Saturday, September 13, 2025
বাড়িখবররাজ্যএক দেশ এক নির্বাচন নীতি চালু হওয়া নিয়ে আশাবাদী যুব মোর্চার রাজ্য...

এক দেশ এক নির্বাচন নীতি চালু হওয়া নিয়ে আশাবাদী যুব মোর্চার রাজ্য সভাপতি

দেশে এক দেশ এক নির্বাচন নীতি আগামী দিনে চালু হবেই ।মঙ্গলবার দৃঢ়তার সাথে একথা জানালেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব। এদিন যুব মোর্চার উদ্যোগে মুক্তধারা প্রেক্ষাগৃহে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আয়োজিত ছাত্র সম্মেলনে এই কথা জানান তিনি।

এক দেশ এক নির্বাচন হলো লোকসভা এবং সবকটি রাজ্যের বিধানসভা নির্বাচন একসাথে কড়ানোর জন্য ভারত সরকারের একটি প্রস্তাব ।এই প্রস্তাবে সমর্থনে সারাদেশে জোরদার প্রচার চালিয়েছে বিজেপির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা ।এই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে এক ছাত্র সম্মেলনের আয়োজন করে যুব মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটি। এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্র এবং যুবকরা তাদের বক্তব্যের মাধ্যমে এক দেশ এক নির্বাচন নিয়ে মতামত ব্যক্ত করেন ।এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ-সভাপতি তাপস ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ ।এই অনুষ্ঠান প্রসঙ্গে যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব জানান ,এক দেশ এক নির্বাচন নিয়ে ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ।এই সম্মেলন থেকে মতামত সংগ্রহ করা হবে। এই নীতি দেশে কতটা উপযোগী সেই সম্পর্কে ছাত্র যুবকরা এর পক্ষে রায় দিচ্ছে। তিনি আরো জানান ,আমরা আশাবাদী এই নীতি আগামী দিনে দেশে জারি হবেই ।তিনি আরো জানান ,আগামী দিনে জেলা এবং মন্ডল ভিত্তিক এই ধরনের সম্মেলন করা হবে।

এই ছাত্র সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্র-ছাত্রী এবং যুবকরা এক দেশ এক নির্বাচন নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন। কর্মসূচি উপলক্ষে যুব মোর্চার কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য