তেলিয়ামুড়া প্রতিনিধি :-
তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে মহকুমার অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত শিক্ষক এবং একাংশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের উপস্থিতিতে মনোজ্ঞ আবহের মধ্যে দিয়ে এ বছরের শিক্ষক দিবস অনুষ্ঠান উদযাপিত হয়। এই অনুষ্ঠান মঞ্চে মহকুমার মোট ৪৬ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে উত্তরীয়, মানপত্র এবং স্মারক উপহার সহযোগে সংবর্ধনা প্রদান করা হয়।
এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ অলক ভট্টাচার্য।
অন্যদিকে এই মঞ্চে আলোচনা করতে গিয়ে, ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় জাতি গঠনে শিক্ষকদের অবদান নত মস্তকে স্বীকার করে নিয়ে সমাজ গঠনে বরাবরের মত আগামী দিনেও শিক্ষকরা যোগ্য অভিভাবকের মতো ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেন।
শিক্ষক দিবস উদযাপন মঞ্চে তেলিয়ামুড়া মহকুমার একাধিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন উপহার দেন। গোটা অনুষ্ঠান ঘিরে উপস্থিত সকলের মধ্যে দারুন উৎসাহপূর্ণ পরিমণ্ডল পরিলক্ষিত হয়েছে। অন্যান্যদের মাঝে তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপারসন রূপক সরকার সহ তেলিয়ামুড়া, কল্যাণপুর এবং মুঙ্গীয়াকামীর বিদ্যালয় পরিদর্শক গন সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।।