Friday, September 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদরাজ্য সরকারের কর ফাঁকি দিয়ে এক অসাধু রাবার ব্যবসায়ী রাজ্য থেকে জলন্ধরে...

রাজ্য সরকারের কর ফাঁকি দিয়ে এক অসাধু রাবার ব্যবসায়ী রাজ্য থেকে জলন্ধরে ১২ টন রাবার পাচার করতে গিয়ে খোয়াই রাবার ডিলার এসোসিয়েশন এর হাত আটক।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৪ঠা সেপ্টেম্বর…..কিছু অসাধু রাবার ব্যবসায়ীরা সরকারি কর ফাকি দিয়ে রাবার ক্রয় করতে গিয়ে রাবার সহ আটক ১২টন রাবার বোঝাই লরি। বুধবার কল্যানপুর থানার অন্তর্গত মাইরেং বাজার এলাকা থেকে সন্দেহ মূলক ভাবে খোয়াই রাবার ডিলার এশিয়েশন এর সদস্যরা, টি আর ০১ এ আর ১৮২৯ নম্বরে এস আর এল ১২ টন ওজন বহনকারী মালবাহী রাবার ভর্তি গাড়ি আটক করেন এবং লরিটিকে খোয়াই ভাইজালবাড়িতে নিয়ে আসে।চালক কে জিজ্ঞেস করা হয় কি মাল বহন করছেন। যথারীতি চালক বলে রাবার বহন করা হচ্ছে।এই রাবার রাজ্য সরকারকে কর ফাঁকি দিয়ে ত্রিপুরা থেকে চোরাই পথে পাঞ্জাব রাজ্যের জলন্ধর সহরে নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের কাছে স্থানীয় সরকারকে দেওয়া কর এবং কোন বৈধ কাগজ পত্র ছিলনা।এই দিকে খোয়াই রাবার ডিলার এসেয়েশন বিগত বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিল কিছু অসাধু রাবার ব্যবসায়ী সরকারি কর ফাঁকি দিয়ে বেশি মূল্যে রাবার ক্রয় করে নিয়ে যাচ্ছেন। এতে স্থানীয় যে সমস্ত বৈধ রাবার ডিলাররা রয়েছেন যারা নাকি সরকারের নির্ধারিত শুল্ক প্রদান করে ব্যবসা চালাচ্ছেন তারা ব্যাপকভাবে ক্ষতির শিকার হচ্ছেন। যথারীতি ওই সরকারি কর ফাঁকি দেওয়া রাবার ক্রয় করা গাড়িটির বৈধ রাবার ক্রয় করার কাগজপত্র না থাকায় বৃহস্পতিবার খোয়াই রাবার ডিলার এসোসিয়েশন এর পক্ষ থেকে সুপারেন্টেন অফ টেক্সেস তেলিয়ামুরাকে জানানো হলে তারা বলে দেয় এনফোর্স ডিপার্টমেন্টকে জানানোর জন্য। যথারীতি খোয়াই রাবার এসোসিয়েশন এর পক্ষ থেকে সুপারেন্টেন্ট অফ এনফোর্স মেন্ট ডিপার্টমেন্ট আমবাসা ধলাই অফিসে জানানো হলেও তাদের কোন হেলদোল ছিলনা বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত। এছাড়াও তারা সবধরনের সরকারী দপ্তরে গোটা বিষয়টি জানান। ডিলার এশিয়েশন এর বক্তব্য সরকারি ট্যাক্স প্রদানকারী ডিলারদের রক্ষা করতে সরকারি সমস্ত দপ্তর গুলি যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করুক আগামী দিনে এই ধরনের অসাধু রাবার ব্যবসায়ীদের বিরুদ্ধে। গোটা বিষয়টি নিয়ে খোয়াই রাবার ডিলার এসোসিয়েশন এর কর্মকর্তারা অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছেন। আর যদি সরকারি দপ্তর গুলি এই সমস্ত অবৈধ রাবার ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ না করেন স্থানীয় রাবার শিল্প অনেকটাই মার খাবে বলে সকলের ধারণা। পাশাপাশি সরকার রাবারের উপর থেকে যে কর পায় সেটাও পাবেনা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − 16 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য