Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যধর্মনগরের মিশনটিলায় শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের নবনির্মিত ইন্ডাস্ট্রিয়াল শেডের উদ্বোধনে মুখ্যমন্ত্রী বলেন উত্তর...

ধর্মনগরের মিশনটিলায় শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের নবনির্মিত ইন্ডাস্ট্রিয়াল শেডের উদ্বোধনে মুখ্যমন্ত্রী বলেন উত্তর ত্রিপুরা- ঊনকোটি- ধলাই জেলার উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে

দীর্ঘদিন ধরে উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে উত্তর ত্রিপুরা , ঊনকোটি এবং ধলাই জেলা পিছিয়ে ছিল । এই তিন জেলায় উন্নয়নমূলক কাজ না করার একটা প্রবণতা ছিল আগে । কিন্তু ২০১৮ সালে নতুন সরকার গঠন হওয়ার পর উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি এই তিন জেলার উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে । এই লক্ষ্যে শুরু হয়েছে বিভিন্ন কর্মসূচি রূপায়ণের কাজ । উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার অন্যতম দৃষ্টান্তই আজকের এই শিল্প পরিকাঠামোর উন্নয়ন । আজ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের মিশনটিলায় শিল্প প্রশিক্ষণ কেন্দ্রে শিল্প পরিকাঠামো উন্নয়নে নবনির্মিত ইন্ডাস্ট্রিয়াল শেডের উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথাগুলি বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । তিনি বলেন , আগে যুবকদের কাজের সুযোগ ছিল না । কিন্তু বর্তমান সরকার ২০১৯-২০ সালে এমএসএমই প্রকল্পে এই শিল্প ইউনিটটি স্থাপনের জন্য ১০ কোটি ১৯ লক্ষ টাকা অনুমোদনের জন্য প্রস্তাব পাঠিয়েছিল । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পটির অনুমোদন দিয়েছেন । এরফলে এখানে এই শিল্প ইউনিটটি গড়ে তোলা হয়েছে । ত্রিপুরার সার্বিক উন্নয়নে এই শিল্প ইউনিটও ভূমিকা নেবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেছেন । তিনি বলেন , উত্তর ত্রিপুরা জেলা আগর চাষের ক্ষেত্রে এগিয়ে রয়েছে । একসময় এই আগর অবৈধভাবে রাজ্যের বাইরে চলে যেতো । ফলত রাজ্যের আগরচাষীরা তার মূল সুবিধাগুলি পেতো না । কিন্তু বর্তমান সরকার প্রতিষ্ঠার পর রাজ্যের আগরচাষীদের লাভবান করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে । এই শিল্প ইউনিটটি গড়ে তোলার ফলে উত্তর জেলার জনগণের সার্বিকভাবে উন্নয়ন হবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন । বাউন্ডারি ওয়ালে ঘেরা এই শিল্প ইউনিটে চারটি বড় আকারের ইন্ডাস্ট্রিয়াল শেড , প্রশাসনিক ভবন , সোলার লাইট , জলের ব্যবস্থা ইত্যাদি রয়েছে । প্রশাসনিক ভবনে ব্যাঙ্ক , পোস্ট অফিস , এটিএম , দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কক্ষ , সভাকক্ষ ইত্যাদি ব্যবস্থা গড়ে তোলার পরিকাঠামো রয়েছে । এদিন মুখ্যমন্ত্রী ধর্মনগরের দেওয়ানপাশাতে একটি এগ্রোটেক মডার্ন রাইস মিলের উদ্বোধন করেন । ৬ একর জমিতে অত্যাধুনিক প্রযুক্তিতে এই রাইসমিল স্থাপন করতে ব্যয় হয়েছে ১৪ কোটি টাকা । ভারত সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রণালয়ের অধীনে প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনায় গড়ে উঠা এই অত্যাধুনিক রাইসমিলটি প্রতিদিন ১৬০ মেট্রিকটন চাল উৎপাদন ক্ষমতা সম্পন্ন । এই প্রকল্পটির মাধ্যমে এলাকার প্রায় ৬০০ কৃষক উপকৃত হবে । এছাড়া এই প্রকল্পটিতে সরাসরি ৮০ জন বেকার কাজের সুযোগ পেতে পারেন । এই প্রকপে ৫ কোটি টাকা ভর্তুর্কি রয়েছে । রাইসমিলটি উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান , রাজ্য সরকার কৃষকদের থেকে সহায়কমূল্যে ধান ক্রয় করছে । কৃষকদের আয় বাড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে । মুখ্যমন্ত্রী জানান , কৃষকদের আয় আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে । এই প্রকল্পটিতে এলাকার কৃষকরা লাভবান হবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন । এদিন দুটি অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন টিআইডিসির চেয়ারম্যান টিংকু রায় , বিশিষ্ট সমাজসেবী মলিনা দেবনাথ , শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা স্বপ্না দেবনাথ , জেলাশাসক ও সমাহর্তা নাগেশ কুমার বি প্রমুখ ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য