বিশালগড় প্রতিনিধি,২২ আগষ্ট। অন্যান্য বছরে ন্যায় এবারও সিপাহীজলা জেলার কমলাসাগর বিধানসভার অন্তগর্ত, কমলাসাগর কসবেশ্বরী কালীবাড়ি মন্দির প্রাঙ্গনে কমলাসাগর ভাদ্রমেলা শুক্রবার বিকাল ৫ ঘটিকায়,দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী কমলাসাগর ভাদ্রমেলা শুভ সূচনা হয়।ঐতিহ্যবাহী ভাদ্রমেলার শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রধান অতিথি রাজ্য সভার সদস্য, , মেলার উদ্বোধক,রাজ্যের পঞ্চায়েত ও উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন,সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশালগড় বিধানসভার বিজেপি বিধায়ক সুশান্ত দেব, কমলাসাগর বিধানসভার বিজেপি বিধায়িকা অন্তরা দেব সরকার, সিপাহীজলার জেলা শাসক, ডক্টর সিদ্ধার্থ শীব জসওয়াল,জেলার পুলিশ আধিকারিক বিজয় দের্বরমা,বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী,বিশালগড় পুর পরিষদে চেয়ারম্যান অঞ্জন পুর কায়স্থ,বিশালগড় পঞ্চায়েত সমিতির অতসী দাস,কমলাসাগর মন্ডল সভাপতি কাজল সরকার সহ মেলা আগত অতিথি বৃন্দ।