বিশালগড় প্রতিনিধি, ২২ আগষ্ট। শুক্রবার চড়িলাম বিধানসভা কেন্দ্রের অন্তগর্ত বিশালগড় থানাধীন বাথানমুড়া ভিলেজের আমতলি এলাকায় রাঙ্গাপানিয়া নদীতে অপরিচিত এক ব্যক্তির মৃতদেহ নদীতে দেখতে পেয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।গত চারদিন ধরে পাশ্ববর্তী গ্রামে ব্রজপুর দাসপাড়া এলাকার বাসিন্দা পরিতোষ রায় নিখোঁজ। ধারনা করা হচ্ছে নিখোঁজ পরিতোষ রায় হতে পারে মৃতদেহ ব্যক্তিটি।ঘটনাস্থলে বিশালগড় থানার পুলিশ।