বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৬ই আগষ্ট..….৭৯তম স্বাধিনতা দীবস উপলক্ষে শুক্রবার সকাল ৯ ঘটিকায় খোয়াই বিমান বন্দর মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।৭৯তম স্বাধিনতা দীবস উপলক্ষে এই দিন খোয়াই বিমান বন্দর মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের বন মন্ত্রি অনিমেষ দেববর্মা। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক রজত পন্থ, মহকুমা শাসক নির্মল কুমার, খোয়াই এর বিধায়ক নির্মল বিশ্বাস , খোয়াই জিলা পরিষদের সভাধিপতি শ্রীমতি অপর্ণা সিংহ রায়, জেলা পুলিশ সুপার রানাদীপ্ত দাস সহ অন্যান্য আধিকারিকরা। মন্ত্রী অনিমেষ দেববর্মা প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন,এর পর মাঠে পুলিশ,টি এস আর সহ বিভিন্ন অসামরিক বাহীনির প্যারেড ও কুচকাওয়াজে হুড খোলা গারিতে চরে পরিদর্শন করেন। এবং খোয়াই বাসীর উদ্দেশ্য ভাষন দেন। ভাষণ দিতে গিয়ে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া তিনি এও বলেন আজ ভারতের স্বাধীনতার ৭৯ তম স্বাধীনতা দিবস পালন করছি। এই স্বাধীনতা দিবস বা দেশকে স্বাধীন করার জন্য দেশের অগণিত স্বাধীনতা সংগ্রামী নিজেদের প্রাণ বিসর্জন করেছেন। বিশেষ করে দেশের এই স্বাধীনতার জন্য ভগত সিং ,রাজগুরু, সুকদেব মত এমন অনেক স্বাধীনতা সংগ্রামি নিজেদের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করে গেছেন। সেই স্বাধীনতা সংগ্রামীদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করেন।এরপর প্যারেড ও কুচকাওয়াজে অংশ গ্রহণ কারিদের পুরস্কৃত করেন। পাশাপাশি ছয় জন প্রাক্তন সৈনিকদের সম্মানার্থে তাদের হাতে সালের চাদর তুলে দেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। শেষে বিমানবন্দর মাঠে ৭৯ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে খোয়াই এর বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা দেশাত্মবোধক গান সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অন্যদিকে এই দিন সন্ধ্যায় ৭৯ ’তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকায় খোয়াই -এর নতুন টাউন হলে খোয়াই জেলার বিভিন্ন সনামধন্য সঙ্গীত‚ নৃত্য ও আবৃত্তি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে খোয়াই জেলা ভিত্তিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এই মহতী অনুষ্ঠানে আসন অলংকৃত করেছিলেন খোয়াই পুর পরিষদের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির কমিটির সভাপতি পিযুষ কান্তি চৌধুরী‚ খোয়াই জেলা সাংস্কৃতিক উপদেষ্টা মণ্ডলীর সদস্য দীপঙ্কর ভট্টাচার্য‚ খোয়াই জেলা তথ্য-সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা দিলীপ দেব্বর্মা‚ খোয়াই মহকুমা তথ্য-সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ তথ্য আধিকারিক দুলাল দেব্বর্মা‚ খোয়াই জেলার বিশিষ্ট সংস্কৃতিসেবক সৌর প্রতিম শর্ম্মা‚ খোয়াই মহকুমা সাংস্কৃতিক উপদেষ্টা মণ্ডলীর সদস্য শুভম আইচ‚ নির্ঝর ভৌমিক প্রমুখরা। এই মনোজ্ঞ সান্ধ্যকালীন অনুষ্ঠানের পর বসে আঁকো‚ বাল্য বিবাহের উপর গোল টেবিল বৈঠক‚ বিকশিত ভারতের উপর প্রবন্ধ রচনা ইত্যাদি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মধ্যে শংসাপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।