তেলিয়ামুড়া প্রতিনিধিঃ–
ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সন্ধ্যা রাতে তেলিয়ামুড়া থানা এলাকার কালিটিলা গ্রামের বাসিন্দা রাকেশ মালাকার নিজ ঘরে ধারালো ব্লেইড দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। আত্মহত্যা করার কারণ হিসেবে রাকেশ জানিয়েছে, এলাকার লোকজন তাকে মারণ নেশা ড্রাগস সেবন করে বলে প্রায়শই তাকে নিয়ে মজা করত। এই ঘটনা’কে কেন্দ্র করে বুধবার সন্ধ্যা রাতে সে নিজ ঘরে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে ধারালো ব্লেইড দিয়ে নিজের গলা, পাকস্থলী এবং দুই হাত কেটে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে এলাকার লোকজন তেলিয়ামোড়া দমকল বাহিনীর কর্মীদের খবর দিলে তারা ঘটনার স্থল থেকে তাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে।। সেখানে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করছে বলে জানায়।
তবে ইদানিংকালে গোটা তেলিয়ামুড়া শহর সহ ত্রিপুরা রাজ্যে ড্রাগস সেবনকারীদের মাত্রা যেভাবে দিনের পর দিন হু হু করে বৃদ্ধি পাচ্ছে তাতে বলা চলে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেশা মুক্ত ত্রিপুরা গড়ার যে স্বপ্ন তা স্বপ্নই থেকে যাবে।