বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৩ই আগষ্ট..…খোয়াই দিব্যোদায় কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এবং বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সহায়তায় বুধবার দুপুরে দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের কনফারেন্স হলে উদ্বোধন হলো তিন দিনব্যাপী বিভিন্ন গ্রামীণ এলাকার মা বোনদের নিয়ে তিন দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মসূচি। এই দিন এই কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি শ্রীমতি অপর্ণা সিংহ রায়, খোয়াই জেলাশাসক রজত পন্থ, খোয়াই দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক তথা রিষ্ঠ বিজ্ঞানী মনোজ এস সাচান, এম জি আই আর আই দপ্তরের বরিষ্ঠ বিজ্ঞানী জয়কিশোর চাঙ্গাণি, টি টি এ এ ডি সির কয়জনের চেয়ারম্যান বিশু দেববর্মা, সহ অন্যান্য। এই বিষয়ে এক সাক্ষাৎকারের সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা জানান রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সহায়তায় এবং দিব্যোদর কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের কনফারেন্স হলে বিভিন্ন গ্রামীন এলাকার মা-বোনদের নিয়ে দক্ষতা উন্নয়ন কর্মসূচির এক প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। এই দক্ষতা প্রশিক্ষণ শিবিরে দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে গ্রামীন মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হবে কিভাবে গরুর গোবর এবং মূত্র থেকে প্রাকৃতিকভাবে হ্যান্ড ওয়াস এবং প্রকৃতগতভাবে ফিনাইল তৈরি করা যায়। এই সব বিষয়ের উপর গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে সচ্ছল করার লক্ষ্যে এই ধরনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। তাছাড়া মন্ত্রী এও বলেন আমাদের প্রত্যেকের বাড়ি ঘরে hand wash এবং ফিনাইলজাত যেসব জিনিসগুলি আমরা বাড়িঘরে ব্যবহার করি সব গুলিতে রাসায়নিক পদার্থ মিশ্রিত করা হয়। তাতে করে ওসব জিনিসগুলি প্রতিনিয়ত ব্যবহার করলে ক্যান্সারের মতন মারাত্মক ব্যাধির সম্ভাবনা রয়েছে। আর এই বিষয়ে জনগণকে সচেতন করতে দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এবং বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সহায়তায় বিভিন্ন গ্রামীন এলাকার মা বোনদেরকেও সচেতন করতে এবং প্রাকৃতিক জিনিস অর্থাৎ গোবর এবং গোমূত্র দিয়ে প্রাকৃতিকভাবে hand wash এবং ফিনাইল তৈরি প্রচেষ্টা চলছে। পাশাপাশি বাজার থেকে যেসব জিনিসগুলি আমরা কিনে ঘর পরিষ্কার এবং হাত ধোয়ার কাজে লাগাই সেগুলি থেকে মারাত্মক ধরনের রোগের সৃষ্টি হতে পারে। তাই সেগুলিকে যথাসম্ভব এড়িয়ে চলার জন্য এবং বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের পক্ষ থেকে জনগণকে সচেতন করাই এই দপ্তরের মূল লক্ষ্য। পাশাপাশি অর্গানিক জিনিস দিয়ে অর্থাৎ গোমূত্র এবং গোবর দিয়ে hand warsh এবং ফিনাইলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি করার জন্য এই ধরনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। তাতে করে দেখা যাচ্ছে আগামী দিন এই ধরনের অর্গানিক জিনিস তৈরি করলে এই জিনিসগুলো যেমন স্বাস্থ্যের পক্ষে ভালো পাশাপাশি বিভিন্ন গ্রামীন এলাকার মহিলারা প্রশিক্ষণের মাধ্যমে ওই সব জিনিস তৈরি করে বাজারজাত করলে তারা আর্থিকভাবে সচ্ছল হতে পারবে। সে দিশাকে সামনে রেখেই এই ধরনের প্রযুক্তি হাতে নিয়ে কাজ করছে সরকার সহ দিব্যোদয় কৃষিবিজ্ঞান কেন্দ্র এবং বিজ্ঞান প্রযুক্তি দপ্তর। বাজারের কেমিক্যাল জিনিস থেকে জনগণকে দূরে রাখতে এবং অর্গানিক ভাবে তৈরি করা জিনিস ব্যবহার করার জন্য জনগণকে সচেতন করতেই এই ধরনের কর্মশালা এবং অর্গানিক জিনিস তৈরির জন্য গ্রামীন এলাকার মা বোনদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান মন্ত্রী অনিমেষ দেববর্মা।