তেলিয়ামুড়া প্রতিনিধি–
ঘটনার বিবরণে জানা যায়,, সোমবার কলইবস্তি এলাকার যুবক অলীন্দ্র কলই নিজের জুম চাষের জমিতে কলা গাছ থেকে কলার থুর সংগ্রহ করতে গেলে আচমকাই একটি ভাল্লুক তাকে আক্রমণ করে এবং সমস্ত শরীরে ভাল্লুকের আঁচড়ে ক্ষত-বিক্ষত হয় যুবক। ঘটনা আঁচ করতে পেরে তার সঙ্গে থাকা অনান্য লোকজন দৌড়ে এসে তাকে ঘটনার স্থল থেকে উদ্ধার করে এবং ভাল্লুকটি’কে তাড়িয়ে দেয়। যদিও ঘটনা সকাল এগারোটা নাগাদ ঘটে, কিন্তু ওই এলাকাটি এমনই দুর্গম যেখানে নেই কোন রাস্তা নেই কোন যান চলাচলের সুব্যাবস্থা যে কারণে ঘটনার স্থল থেকে ওই যুবকটি’কে উদ্ধার করে নিয়ে আসা হয় সোমবার রাত ৯:৩০ মিঃ নাগাদ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। যুবকটির বাবা জানায়, যোগাযোগ ব্যাবস্থা রাস্তাঘাটের সমস্যার দরুন কোনভাবে উদ্ধার করে চার পাঁচ ঘন্টা সময় লাগিয়ে জাতীয় সড়কের কাছে নিয়ে আসে এবং সেখান থেকেই গাড়ি করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল নিয়ে আসা হয়। যদি রাস্তাঘাটের সু-ব্যাবস্থা থাকতো হয়তো’বা ঘটনার পরপরই অলীন্দ্র কলই-এর চিকিৎসা শুরু হতো। তবে যাই হোক বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অলীন্দ্র কলই।