Saturday, August 9, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদগভীর রাতে আগুন লেগে এক ব্যক্তির চারটি ঘর ভস্মিভূত। ক্ষয় ক্ষতি ২০...

গভীর রাতে আগুন লেগে এক ব্যক্তির চারটি ঘর ভস্মিভূত। ক্ষয় ক্ষতি ২০ লক্ষাধিক। ঘটনা খোয়াই লালটিলা এলাকাতে।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৯ই আগষ্ট..….শুক্রবার গভীর রাতে খোয়াই থানাধীন লালটিলা এলাকাতে শীতল নম এর বাড়িতে রাত্রি বারোটা নাগাদ অগ্নিকাণ্ড ঘটে। তাতে শীতল নমের চারটি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে এই ঘটনার সময় পরিবারের লোকজন কেহই বাড়িতে ছিল না। তারা সবাই আগরতলায় এক আত্মীয়র বাড়িতে একটি অনুষ্ঠানে যোগদান করতে গিয়েছিলেন । এই ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন তড়িঘড়ি শনিবার রাত তিনটা নাগাদ এসে উপস্থিত হয় । এসে দেখতে পায় শীতল নম চারটি ঘর পুড়ে ছাই।শীতল নম জানান এই আগুনের ঘটনায় প্রায় কুড়ি লক্ষ টাকা ক্ষয় ক্ষতি হয়েছে। তবে এই আগুন লাগার কারণ সম্বন্ধে পরিবারের লোকজন অবগত নয় কিভাবে এই আগুন লাগলো। তবে ধারণা করা হচ্ছে কোন প্রতিহিংসমূলক কে বা কার এই অগ্নিকাণ্ড টি ঘটিয়েছে। কারণ শীতল নমর চারটি ঘরে ছিল পাকা বাড়ি। তাছাড়া সারা বাড়িতে কিভাবে আগুন লাগল সে নিয়ে এলাকাবাসীও কিছু বলতে পারছ না । আগুন শুধু বাইরে ছিল না ভিতরেও থাকার ফলে সবকটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। যদিও তাদের অভিযোগ অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দিলে তারা আসতে দেরি করে বলে জানায় এলাকাবাসীরা। এই আগুনের লেলিহান শিখা দেখে এবং অগ্নি নির্বাপক দপ্তরের দেরি হওয়ার কারণ বুঝে এলাকাবাসীরা আপ্রাণ চেষ্টা করে সেই আগুন নেভাতে। কিন্তু এলাকাবাসীর সব চেষ্টাই ব্যর্থ হয়ে যায় আগুনের কাছে। অন্যদিকে এলাকাবাসী এও জানিয়েছেন সময়মতো অগ্নি নির্বাপক দপ্তর যদি ঘটনাস্থলে পৌঁছে যেত তাহলে এক দুটি ঘর বাঁচানো যেত। কিন্তু তারা যখন এসেছে তখন সবকিছুই শেষ। এক কথায় চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এই বাড়িতে শীতল নম এবং উনার ছোট ভাই থাকত। দুই ভাই অনেক কষ্ট করে এই বাড়ি ঘর তৈরি করেছিল। তার মধ্যে শীতল নম অটো চালায়, অন্যদিকে ওনার ছোট ভাই কাঠ চিড়ানোর কাজ করে। তবে তিল তিল করে গড়ে তোলা দুই ভাইয়ের সমস্ত বসত বাড়িটিই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে এই আগুনটি লাগার পেছনে অনেকের অনেক ধরনের অভিমত রয়েছে। আসলে এটি একটি দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃতভাবে বা কোন ধরনের শত্রুতার জেরে কেউ বা কারা এই অগ্নিকাণ্ডটি ঘটিয়েছে এই প্রশ্নটি বারবার উঠছে। যদিও এই বিষয়ে পুলিশ তদন্ত করছে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনার ফলে শীতল নম ও উনার ভাইয়ের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে তারা জানান। এই ঘটনার খবর পেয়ে শনিবার সকালে শীতল নমর বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়।এই অগ্নিকান্ডের ফলে শীতল নম এর পরিবারকে সরকারিভাবে কোন সাহায্য প্রদান করা হয়েছে কিনা তা জানা যায়নি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য