Thursday, August 7, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদবাড়ি থেকে স্কুল যাবার পথে বাইকের ধাক্কায় টমটম থেকে ছিটকে পড়ে মৃত্যু...

বাড়ি থেকে স্কুল যাবার পথে বাইকের ধাক্কায় টমটম থেকে ছিটকে পড়ে মৃত্যু হল ৫৯ বছরের এক শিক্ষিকার। ঘটনা খোয়াই ধলাবিল এলাকায়।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৭ই আগষ্ট……বৃহস্পতিবার সকালে খোয়াই ধলাবিল সি এম ও অফিস সংলগ্ন এলাকাতে আরতী দাস ৫৯ নামে সোনাতলা দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের প্রাথমিক স্কুলের এক স্কুল শিক্ষিকার সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটে। ঘটনার বিবরণে জানা যায় শিক্ষিকা আরতী দাস বাড়ি থেকে টমটম করে স্কুলের উদ্দেশ্যে যাচ্ছিলেন রাস্তায় একটি বাইক সজোড়ে টমটম টিকে পিছনের দিক থেকে আঘাত করলে তাতে টমটমে থাকা আরোহী আরতী দাস টমটম থেকে রাস্তায় ছিটকে পড়ে গিয়ে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর এই ঘটনা দেখতে পেয়ে সাথে সাথে এলাকাবাসী উনাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসার পথেই মারা গেছেন বলে খোয়াই জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান। তবে পুলিশ জানিয়েছেন ঘটনার পর টমটম চালক এবং বাইক চালক দুজনেই পলাতক। গোটা ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছেন। তবে এই মৃত্যুর ঘটনা তে খোয়াই জেলা হাসপাতাল চত্বরে আত্মীয় পরিজনের কান্নায় আকাশ- বাতাস ভারী হয়ে উঠে। শিক্ষিকা আরতি দাসের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কর্মচারী সংঘ খোয়াই বিভাগীয় কমিটির সভাপতি অশোক দাস উনার পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven + 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য