Thursday, August 7, 2025
বাড়িখবরখেলাখোয়াই ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত শচীন্দ্র দেব স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল...

খোয়াই ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত শচীন্দ্র দেব স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় ৩ শুন্য গোলে জয়ী খোয়াই নেতাজি প্লে সেন্টার।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৬ই আগষ্ট….খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সিন্থেটিক মাঠে খোয়াই ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত শচীন্দ্র দেব স্মৃতি আন্ত ক্লাব ফুটবল প্রতিযোগিতায় বুধবার বিকেলে চূড়ান্ত পর্যায়ের খেলতে অর্থাৎ ফাইনাল খেলতে মাঠে নেমে খোয়াই অফিস টিলা স্থিত নেতাজী প্লে সেন্টার ক্লাব তিন শূন্য গোলে টি এস আর ষষ্ঠ ব্যাটেলিয়ান কে হারিয়ে জয়লাভ করে।বুধবার বিকেল তিনটের পর থেকে এই মাঠে ফাইনাল খেলা দেখতে মাঠের চারিদিকে আস্তে আস্তে ভিড় করতে শুরু করেছে খোয়াই এর ফুটবল প্রেমী দর্শকরা। এই দিন খেলার মাঠে উপস্থিত ছিলেন খোয়াই ফুটবল এসোসিয়েশনের সভাপতি সমীর কুমার দাস, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, ও অমিত রক্ষিত, খোয়াই মন্ডল সভাপতি অনুকূল দাস, খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, প্রয়াত সচীন্দ্র দেবের সুপুত্র শ্যামল দেব থেকে শুরু করে অন্যান্য নেতৃবৃন্দরা। এই খেলায় বিজয়ী দলকে ৫০,০০০ হাজার টাকা ও ট্রফি ,এবং রানার্স আপ দলকে ৩০,০০০ টাকা এবং ট্রফি তুলে দেওয়া হয়। বুধবার এই মাঠে খেলা ছিল ব্যাপক জমজমাট ও উত্তেজনাপূর্ণ। নেতাজি প্লে সেন্টার যেমন ভালো খেলেছে তেমনি টি এস আর ও আপ্রাণ চেষ্টা করেছে জয়ী হওয়ার জন্য। অন্যদিকে প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে মাঠের চারিদিকে ফুটবল প্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে । প্রায় এক দশক পর খোয়াইতে আবার এই ধরনের রোমাঞ্চকর খেলা দেখতে ফুটবল প্রেমীরা মাঠ মুখী হতে দেখা গেল। নেশা মুক্ত ত্রিপুরা এবং নেশা মুক্ত খোয়াই গড়ার লক্ষ্যে শচীন্দ্র দেব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করেছে খোয়াই ফুটবল এসোসিয়েশন।এই ফাইনাল খেলায় নেতাজি প্লে সেন্টার টি এস আর কে , ৩/০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নশিপ দখল করে নেতাজি প্লে সেন্টার। রানার্স টি এস আর, অন্যদিকে নেতাজি প্লে সেন্টারের কার্যকর্তাদের মধ্যে ব্যাপক আনন্দ উৎসব মধ্যে দিয়ে চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে তারা মাঠের চারিদিকে বাজনা ও সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে মাঠ থেকে বেরিয়ে খোয়াই শহর পরিক্রমা করে । বুধবার বিকেলে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মাঠের শচীন্দ্র দেব স্মৃতি ফুটবল প্রতিযোগিতার উত্তেজনা পূর্ণা চূড়ান্ত পর্যায়ে খেলায় ম্যান অব দ্যা ম্যাচ এবং ম্যান অফদা টুর্নামেন্ট পান নেতাজি প্লে সেন্টারের খেলোয়ার তথা রাজ্যের বিশিষ্ট ফুটবল প্লেয়ার মনীশ দেববর্মা। এবং বেস্ট গোলকিপার হিসেবে পুরস্কার পান আকাশ দেববর্মা। শেষে চ্যাম্পিয়ন টিমের হাতে ট্রফি তুলে দেন সমাজসেবী অমিত রক্ষিত।সব থেকে লক্ষণীয় বিষয় হল দীর্ঘদিন পর খোয়াইয়ের এই মাঠে এই রকম রোমাঞ্চকর একটি খেলা উপভোগ করল খোয়াই এর ক্রীড়া মোদি দর্শক। মাঠের চারিপাশে অগণিত ফুটবল প্রেমী দর্শকের উপচে পড়া ভিড় পরিলাক্ষিত হয়। তবে খোয়াই এর ক্রিয়া মোদী দর্শক আশাবাদী এইরকম রোমাঞ্চকর খেলাধুলা অর্থাৎ ফুটবল খেলা খোয়াই ফুটবলের এশিয়েশন আবারো উপভোগ করার সুযোগ করে দেবে বলে আশাবাদী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine + fourteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য