Wednesday, July 30, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদপ্রধানমন্ত্রীর মন কি বাতের অনুষ্ঠানে তিপরা মথা দলের দুষ্কৃতিকারীদের আক্রমণে গাড়ি ও...

প্রধানমন্ত্রীর মন কি বাতের অনুষ্ঠানে তিপরা মথা দলের দুষ্কৃতিকারীদের আক্রমণে গাড়ি ও বাইক ভাঙচুর গুরুতর আহত হয় সাতজন বিজেপি কর্মী তিন জন জীবিত রেফার । এই ঘটনায় পূর্ব তকছাইয়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৭শে জুলাই..…… রবিবার সকালে খোয়াই চম্পাহাওয়ার থানা দিন পূর্ব তকছায়া এ ডি সি ভিলেজ এলাকায় প্রধানমন্ত্রী মনকি বাতের অনুষ্ঠানে তিপরা মথা দলের দুষ্কৃতিকারীদের আক্রমণে দুটি গাড়িসহ প্রচুর বাইক ভাঙচুর। দুষ্কৃতিকারীদের হামলায় বিজেপি দলের সাতজন কর্মী আহত। গুরুতর অবস্থায় তিন জনকে জীবিতে রেফার। ঘটনার বিবরণে জানা যায় প্রতি মাসের শেষ রবিবার দিনটি ধার্য করা থাকে প্রধানমন্ত্রীর মনকি বাত অনুষ্ঠানের জন্য। এবং এই রবিবার দিনটি ছিল প্রধানমন্ত্রীর ১২৪ তম মনকি বাতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে সামনে রেখে আশারামবাড়ী মন্ডলের উদ্যোগে ঐ বিধানসভার ৩০ নং বুথ অর্থাৎ খোয়াই চাম্পাহাওর থানাধিন পূর্ব তকছাইয়া এ ডি সি ভিলেজ রাম হরিপাড়ায় দলীয় কর্মী সুরজিৎ দেববর্মার বাড়িতে রবিবার সকালে মন কি বাত এর অনুষ্ঠান দেখতে এবং শুনতে এলাকার বিজেপির কর্মী সমর্থকরা জড়ো হয়। তখন সকাল ১১ টা ২০ মিনিট নাগাদ তিপরা মথা দলের ৩০ থেকে ৪০ জন দুষ্কৃতিকারীরা ওই এলাকাতে স্লোগান দিতে থাকে প্রধানমন্ত্রী মন কি বাত এর অনুষ্ঠান বন্ধ করতে হবে। আর কিছুক্ষণ পরই এই সেই গুন্ডাবাহিনীরা দা, লাঠি কোঠার এবং আগ্নেয়াস্ত্র নিয়ে সরজিৎ দেববর্মার বাড়িতে যারা মন কি বাত এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের উপর হামলা চাল। দুষ্কৃতাদের হামলার কারণে সেখানে থাকা বিজেপির দলের কর্মীদের প্রায় ১৫ টি বাইক ভেঙ্গে চৌচির করে দেয় মথা দলের দুষ্কৃতিকারীরা। পাশাপাশি সেখানে উপস্থিত আশারামবাড়ী মন্ডল সভাপতি জয়ন্ত দেববর্মার গাড়ি ভেঙ্গে উল্টে ফেলে দেয় এবং সরজিৎ দেববর্মা একটি উল্টো গাড়ি কেউ ভেঙে গুঁড়িয়ে দেয়। এবং দুষ্কৃতিকারীদের হামলায় বিজেপি দলের সাতজন কর্মী গুরুতর অভাবে আহত হয়। এবং অনেকে প্রাণের ভয়ে এদিক ওদিক পালাতে থাকে। এরপর আহত দেরকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসলে সেখান থেকে তিনজনকে গুরুতর অবস্থায় জীবিতে রেফার করা হয়। এরা হলেন জিন্টুস দেববর্মা, প্রবেণ দেববর্মা ও সোমেন্দ্র দেববর্মা। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার খবর পেয়ে জেলা পুলিশ সুপার রাণাদিত্য দাস সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। এবং পুলিশ সুপার বলেন এই বিষয়ে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার খবর পেয়ে বিজেপি দলের পক্ষ থেকে সেখানে গিয়ে উপস্থিত হন মন্ত্রী বিকাশ দেববর্মা , প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, সহ-সভাপতি বিমল চাকমা, খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা, জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস সহ অন্যান্য নেতৃত্বরা। এই বিজেপি দলের নেতৃত্বরা জানান দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে চম্পাহাওয়ার থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান। তবে রবিবার সকালের এই ঘটনা কি কেন্দ্র করে পূর্ব তকছাইয়া এলাকায় উত্তীর্ণ বিরাজ করছে। যদিও সেখানে সামরিক বাহিনীকে মোতায়েন করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 + 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য