Saturday, July 26, 2025
বাড়িখবরখেলাখোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে সুরু হল শচিন্দ্র দেব স্মৃতি আন্ত...

খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে সুরু হল শচিন্দ্র দেব স্মৃতি আন্ত ক্লাব ফুটবল প্রতিযোগিতা।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৬শে জুলাই…..নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে শনিবার বিকেল থেকে শুরু হল খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সিন্থেটিক মাঠে সুরু হল আন্ত ক্লাব ভিত্তিক প্রয়াত শচীন্দ্র দেব স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতা।এই প্রতিযোগিতায় মোট ১১ টি দল অংশ গ্রহণ করে।এই দিন শনিবার বিকেলে এই ফুটবল খেলার উৎভোধন করেন রাজ্যের ক্রিড়া মন্ত্রী টিন্কু রায়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক শ্রীমতি কল্যাণী সাহা রায়, জেলা শাসক রজত পন্থ, জেলা পুলিশ সুপার রানাদীপ্ত দাস, খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা, এছাড়া যার স্মূতিতে এই খেলা অর্থাৎ প্রয়াত শচীন্দ্র দেবের সুপুত্র স্যামল দেব সহ আন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রথমে উৎভোধক টিন্কু রায় প্রদীপ জ্বালিয়ে এই খেলার উৎভোধন করেন।এর পর সমস্ত অতিথিরা প্লেয়ারদের সাথে করমর্দন করে পরিচিত হন। এবং শেষে মন্ত্রি টিন্কু রায় ফুটবলে লাথী মেরে এই খেলার সুভারম্ভ করেন। উৎভোধনি মেচে মাঠে খেলতে নামেন খোয়াই জেলা পুলিশ বনাম তেলিয়ামুড়ার বুলেট ক্লাব। উক্ত খেলার নির্ধারিত সময়ের মধ্যে দুই এক গোলে জয়লাভ করে খোয়াই জেলা পুলিশ এর টিম। শেষে খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং বলেন খেলা ধুলার মাধ্যমে যেমন একজন প্লেয়ার তৈরি হয় তেমনি তার দেশের জন্য খেলে বিভিন্ন সর্ন,রৌপ এবং ব্রোঞ্জ পদক পেয়ে নিজেরা যেমন ধন্ন হয়েছেন।তার পাশাপাশি দেশের নাম ও উজ্জ্বল করেছে তারা।এই ধরনের অনেক খেলোয়াড় এই রাজ্যে রয়েছেন বলে জানান মন্ত্রী টিন্কু রায়। তাই আগামী দিন খেলাধুলা কে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। তাছাড়া বিভিন্ন ধরনের খেলাধুলায় রাজ্যের নাম উজ্জ্বল করেছে অনেক খেলোয়াড়। পাশাপাশি বিভিন্ন ধরনের মেডেল ত আছেই।তাই রাজ্য সরকার খেলাধুলার মানকে উন্নত করতে এবং এগিয়ে নিয়ে যেতে দৃঢ়ভাবে চেষ্টা করে যাচ্ছেন। তাছাড়া বিভিন্ন খেলাধুলার মাধ্যমে নিজেদের ভবিষ্যতকে প্রতিষ্ঠিত করাযায় বলেও তিনি জানান।এই ধরনের ব্যাবস্থা যা আগে ছিল না।তাই এই দিকে নজর দিলে নিজের কেরিয়ার গড়তে সাহায্য হবে এবং অন্যদিকে দেশের নাম ও উজ্জ্বল হবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী টিন্কু রায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − 15 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য