বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৬শে জুলাই…..হিন্দু শাস্ত্রে একটি প্রবাদ বাক্য আছে যে শ্রাবণ মাসের যে কোনো শনি বা মঙ্গলবারে মা বিপদনাশিনী পূজা করলে সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পায়। পাশাপাশি এও একটি প্রবাদ বাক্য আছে এই মাসে যারা বাড়ি থেকে কোন কিছু না এনে বিভিন্ন এলাকার বাড়ি ঘর থেকে মা বিপদনাশিনী পূজার জন্য সাহায্য চেয়ে এনে মার পূজা করলে নিজের সংসার এবং দেশবাসীর কল্যাণ হয়। এই প্রবাদ বাক্যকে সামনে রেখে আমাদের ঘরের মা বোনেরা প্রত্যেক জন তিন দিন করে কারো না কারো বাড়ি থেকে সাহায্য চেয়ে এনে পূজা করছে। এই তত্ত কে সামনে রেখে খোয়াই জাম্বুর এলাকার প্রায় ২০০ জন মা বোনেরা গত কিছুদিন ধরে প্রত্যেকে তিন দিন করে বিভিন্ন জায়গা থেকে সাহায্য তুলে এনে একত্রিত করে শনিবার খোয়াই জাম্বুরা স্থিত শিব গোরক্ষনাথ মন্দিরে মা বিপদনাশিনীর প্রতিমা বানিয়ে পূজোর আয়োজন করেন। সেখানে জাম্বুর এলাকা সমস্ত মা-বোনেরা উপস্থিত ছিলেন। এবং পূজা শেষ মা বোনেরা বিপদনাশিনী পূজার ফুল ,বেল পাতা, তেল, সিঁদুর মাথায় করে নিয়ে গিয়ে গঙ্গা জলে ধুপ দীপ জ্বালিয়ে শঙ্কের ধনী ও উলুর ধ্বনি দিয়ে মা গঙ্গা কে অর্পণ করে।কেন এই প্রথা জানতে চাইলে মা-বোনরা জানান এই ভাবে মা বিপদনাশিনী পূজা করলে যেমন নিজ সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় পাশাপাশি দেশের জনগণের কল্যাণার্থে ও মা বিপদনাশিনী আশীর্বাদ করে থাকেন। সেই দিকে লক্ষ্য রেখেই এইভাবে মা বিপদনাশীনির পূজায় ব্রতি হয়েছেন বলে জানন। এবং দেশ ও দশের জনকল্যাণের জন্য এই পূজার আয়োজন যাতে মা বিপদনাশিনীর আশির্বাদ সবার উপরে বর্ণিত হয় ।