Saturday, July 26, 2025
বাড়িখবরখেলাসচিনদ্র দেব স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতাকে সামনে রেখে খোয়াই ফুটবল এসোসিয়েশন...

সচিনদ্র দেব স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতাকে সামনে রেখে খোয়াই ফুটবল এসোসিয়েশন এর প্রেসমিট।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৫শে জুলাই……২৬শে জুলাই অর্থাৎ শনিবার থেকে শুরু হচ্ছে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সিনথেটিক মাঠে সচিনদ্র দেব স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতা।এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে খোয়াই ফুটবল এসোসিয়েশন এর অফিস গৃহে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খোয়াই ফুটবল এসোসিয়েশন তথা এই ফুটবল প্রতিযোগিতার চেয়ারম্যান অনুকূল দাস, এসোসিয়েশন এর সভাপতি সমির কুমার দাস, ভাইস চেয়ারম্যান অনিমেষ নাগ, কনভেনার অমর সাহা সহ অন্যান্যরা।এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে খোয়াই ফুটবল এসোসিয়েশন এর কনভেনার অনুকূল দাস বলেন শনিবার থেকে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সিনথেটিক মাঠে সুরু হতে চলেছে সচিনদ্র দেব স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতা।এই প্রতিযোগিতায় সমস্ত খোয়াই জেলা থেকে ১১ দল এই ফুটবল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে। শনিবার বিকেলে এই খেলার উৎভোধন করবেন ক্রিড়া মন্ত্রী সুশান্ত দেব। এবং উৎভোধনি খেলায় মাঠে নামছেন তেলিয়ামুড়া বুলেট ক্লাব বনাম খোয়াই পুলিশের দল। এছাড়া এই প্রতিযোগিতায় যে দল চেম্পিয়ান হবে সেই দলকে ৫০ হাজার টাকা সহ ট্রফি তুলে দেওয়া হবে কমিটির পক্ষ থেকে। পাশাপাশি যে দল রানার্স হবে সেই দলকে ৩০ হাজার টাকা সহ রানার্স ট্রফি তুলে দেওয়া হবে বলে জানান খোয়াই ফুটবল এসোসিয়েশন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য