নির্দিষ্ট সময়ের মধ্যে বাজেট বরাদ্দ এবং বিভিন্ন প্রকল্পের কাজ বাস্তবায়িত করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দিলেন মৎস্য ,প্রাণিসম্পদ বিকাশ দপ্তর এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ।মঙ্গলবার পশ্চিম জেলার জেলাশাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত তিনটি দপ্তরের পশ্চিম জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন মন্ত্রী।
মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের কনফারেন্স হলে মৎস্য দপ্তর, পশু পালন দপ্তর এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের পশ্চিম জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় ।এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন তিন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ।এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার ,বিধায়িকা মিনারানী সরকার ,বিধায়িকা অন্তরা দেব সরকার ,পশ্চিম জেলার জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ সংশ্লিষ্ট তিন দপ্তরের সচিব ,অধিকর্তা এবং জেলা স্তরের আধিকারিকগণ ।এই পর্যালোচনা বৈঠকে পশ্চিম জেলায় সংশ্লিষ্ট তিনটি দপ্তরের ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বরাদ্দ এবং বিভিন্ন স্কিম গুলি কতটা বাস্তবায়িত হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় ।পাশাপাশি 2025- 26 অর্থ বর্ষে সংশ্লিষ্ট তিনটি দপ্তরের জন্য পশ্চিম জেলায় বাজেট বরাদ্দ এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পগুলির বাস্তবায়ন নিয়ে এই পর্যালোচনা বৈঠকে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট বিষয়গুলি বাস্তবায়নের ক্ষেত্রে উপস্থিত বিধায়িকা এবং জনপ্রতিনিধিদের মতামত চাওয়া হয় ।উপস্থিত জনপ্রতিনিধিরা তাদের মতামত ব্যক্ত করেন ।এই পর্যালোচনা বৈঠক প্রসঙ্গে মন্ত্রিস সুধাংশু দাস জানান, বিগত অর্থ বর্ষের বাজেটের ব্যয়বরাদ্ধ এবং বিভিন্ন স্কিম গুলি বাস্তবায়নের হালচিত্র খতিয়ে দেখা এবং বর্তমান অর্থ বর্ষের ব্যয়-বরাদ্ধ ও প্রকল্পগুলি বাস্তবায়নে পরিকল্পনা গ্রহণের লক্ষ্যেই এই পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়েছে। মন্ত্রী আরো জানান ,অন্যান্য জেলার পর্যালোচনা বৈঠকের মত পশ্চিম জেলার পর্যালোচনা বৈঠকেও চলতি অর্থ বর্ষের বাজেটের ব্যয়বরাদ্ধ এবং বিভিন্ন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পগুলি দ্রুত এবং সঠিক সময়ে বাস্তবায়িত করে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য গুরুত্ব আরোপ করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে চলতি অর্থ বর্ষে এখন পর্যন্ত এই নিয়ে সব কটি জেলাতেই পর্যালোচনা বৈঠক করলেন মৎস্য দপ্তর ,প্রাণিসম্পদ বিকাশ দত্তর এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ।এরপর অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট তিনটি দপ্তরকে নিয়ে রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক।