Sunday, August 31, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদএক পের মাকে নাম এই স্লোগানকে সামনে রেখে খোয়াই ধলাবিল এলাকায় এক...

এক পের মাকে নাম এই স্লোগানকে সামনে রেখে খোয়াই ধলাবিল এলাকায় এক বৃক্ষ রোপণ অনুষ্ঠানে যোগদান করেন সাংসদ রাজীব ভট্টাচার্য।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৮ই জুলাই…….একটি গাছ গর্ভধারিনী মার উদ্দেশ্যে লাগান। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার খোয়াই ধলাবিল কালী মন্দির প্রাঙ্গনে এবং জাতীয় সড়কের পাশে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি রাজিব ভট্টাচার্য।
শুক্রবার সকাল ১১ টা নাগাদ বিজেপি রাজ্যসভার সংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি রাজিব ভট্টাচার্য ছাড়াও এই বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়ক শ্রীমতি কল্যানী সাহা রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি শ্রীমতি অপর্ণা সিংহ রায়, জেলা সভাপতি বিনয় দেববর্মা বিজেপি খোয়াই জেলার সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, খোয়াই মন্ডল সভাপতি অনুকূল দাস সহ অন্যান্য নেতৃবৃন্দরা।এই দিন একই সাথে খোয়াই মহকুমার বিভিন্ন এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।তার মধ্যে রয়েছে সিংঙিছড়া,চেরমা,চেবরি, রামচন্দ্র ঘাট সহ ছয়টি স্থানে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এই বিষয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন এই ধরনের চিন্তা ধারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্তিষ্কপ্রসু এক চিন্তা ধারা।করন সারা দেশে বিভিন্ন যায়গায় তৈরি হয়েছে জাতীয় সড়ক।এই জাতীয় সড়ক তৈরি করতে গিয়ে অনেক গাছ কেটে ফেলতে হয়েছিল। একদিকে যেমন সড়ক তৈরি করা হয়েছে তার পাশাপাশি প্রকৃতির ভারসাম্যকে বজায় রাখতে গিয়ে বিভিন্ন জাতিয় সড়ক সহ অন্যান্য জায়গার এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা চলছে। শেষে এই বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দরা খোয়াই রামচন্দ্র ঘাট এলাকার অটল কমিউনিটি হলে এক সাংগঠনিক বৈঠকে যোগদান করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine − 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য