Saturday, August 2, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদ১১৫ বছরের এক বৃদ্ধ মহিলার হাতে পুষ্টিকর খাবারের পেকেট তুলে দিলেন যুব...

১১৫ বছরের এক বৃদ্ধ মহিলার হাতে পুষ্টিকর খাবারের পেকেট তুলে দিলেন যুব মোর্চার সদস্যরা।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৭ই জুলাই…….খোয়াই রামচন্দ্র ঘাট বিধানসভার অন্তর্গত সমতল পদ্মবিল এলাকার ১২ নং ওয়ার্ডের বাসিন্দা অর্থাৎ ১১৫ বছরের প্রবিন নাগরিক জোৎস্না দেবের হাতে পুষ্টি কর খাবারের পেকেট তুলে দিলেন ঐ ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যুব মোর্চার সদস্যরা বৃহস্পতিবার দুপুরে।এই বিষয়ে রামচন্দ্র ঘাট বিধানসভার যুব মোর্চার মন্ডল সদস্য মৃদুল চক্রবর্তী জানান এই এলাকার সবথেকে প্রবিন নাগরিক হলেন জোৎস্না দেব। উনার হাতে যুব মোর্চার পক্ষ থেকে কিছু পুষ্টিকর খাবারের পেকেট তুলে দেন তারা। সেখানে উপস্থিত ছিলেন যুব মোর্চার মন্ডল সদস্য মৃদুল চক্রবর্তী,এলাকার প্রাক্তন প্রধান গোবিন্দ শুক্ল বৈদ্য, প্রাক্তন মন্ডল কমিটির সদস্য শন্কর দেব, যুব মোর্চার পন্কজ দেব, প্রাক্তন বুথ সভাপতি পার্থ দেব,অজয় দেব , ইন্দ্রজিৎ দেব,নিরমল দেব, পৃষ্ঠা প্রমুখ শ্যামল দেব সহ আন্যান্যরা।যুব মোর্চার মন্ডল সদস্য মৃদুল চক্রবর্তী এও জানান জোৎস্না দেব যদিও সরকার থেকে ভাতা পান। তবুও রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ঐ বৃদ্ধ মহিলা জোৎস্না দেবের জন্য অন্য কোন ধরনের সুযোগ সুবিধা থাকলে বা কোন প্রকল্পের মাধ্যমে মহিলাকে যদি সাহায্য করেন তাহলে খুবই উপকৃত হবেন সেই মহিলা।তাই ঐ এলাকার যুবমোর্চার সদস্যরা বিনম্রতার সাথে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন এই বিষয়টিকে দেখার জন্য।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 + fifteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য