Monday, September 1, 2025
বাড়িখবরবাণিজ্যসম্পন্ন হল ম্যাক্স হেলথ কেয়ার ইনস্টিটিউট লিমিটেডের নিয়োগ প্রক্রিয়া

সম্পন্ন হল ম্যাক্স হেলথ কেয়ার ইনস্টিটিউট লিমিটেডের নিয়োগ প্রক্রিয়া

সোমবার ৩৬০ ডিগ্রি টিচিং কোচিং সেন্টার ও সর্বোদয়া ইনস্টিটিউট অফ নার্সিং মেলা ঘরের অ্যাডমিনিস্ট্রেটর স্নেহাশীষ ভৌমিকের সহায়তায় যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ম্যাক্স হেলথ কেয়ার ইনস্টিটিউট লিমিটেডের নিয়োগ প্রক্রিয়া। ম্যাক্স হাসপাতাল তাদের ২২ টি হাসপাতালের জন্য ৩০০ জন নার্সিং স্টাফ নিয়োগ করার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এই নিয়োগ প্রক্রিয়া সংঘটিত করে। আজকের এই নিয়োগ প্রক্রিয়া প্রমাণ করলো যে ত্রিপুরা নার্সিং কাউন্সিল পরিচালিত ত্রিপুরার নার্সিং কলেজ গুলোর শিক্ষার গুণগতমান অনেক উন্নততর, তাই বড় হাসপাতালগুলো এখন ত্রিপুরার নার্সিং কলেজ গুলোর কাছে ছুটে আসছে। এতে প্রমাণিত হয় যে গুণগত শিক্ষাই দিতে পারে নিশ্চিত সংস্থা। এ দিনের এই নিয়োগ প্রক্রিয়া কর্মসূচিতে নার্সিং টিম এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ছিলেন অ্যাংজেলিকা মোসিন ও সিজা মথায় এবং এইচ আর টিমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন T4 PAN MAX – এর HEAD মেঘা খান্ডুজা এবং সুজিত সিনহা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য