বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৪ই জুলাই……অসুস্থ যুবমোর্চার এক প্রাক্তন কার্জকর্তার চিকিৎসকার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার কাছে করজোরে প্রার্থনা করছেন খোয়াই রামচন্দ্রঘাট মন্ডের অন্তর্গত খোয়াই সমতল পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের ১নং ওয়ার্ডের যুব মোর্চার সমস্ত কার্জ কর্তা সহ এলাকাবাসীরা। জানা যার খোয়াই রামচন্দ্রঘাট মন্ডের অন্তর্গত খোয়াই সমতল পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত নৃপেন্দ্র দেবের এক মাত্র ছেলে কমল দেব (৩৭ )গত দের বছর ধরে নার্ভের সমস্যার কারনে একেবারে সজ্যাসায়ী।তাদের সংসারের উপার্জনের একমাত্র উৎস ছিল অসুস্থ কমল দেবই ।কমল দেব অসুস্থ হবার পর তাদের সংসারের নেমে আসে কালো অন্ধকার।ঘরে উপার্জন করার আর কোন লোক নেই। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের নুন আনতে পান্তা ফুরায় এই অবস্থায় দাঁড়িয়েছে। অন্যদিকে কমল দেবের বৃদ্ধ মা সুমতি দেব ছেলের চিকিৎসা সঠিক ভাবে করতে পারছেননা। তিনি সামান্য বৃদ্ধ ভাতা পান তা দিয়ে কি সংসার চালাবেন না ছেলের চিকিৎসা করবেন তা ভেবে ভেবে তিনি ও অসুস্থ হয়ে পড়েছেন।তাদের এই অবস্থা দেখে খোয়াই রামচন্দ্র ঘাটের যুব মোর্চার কর্মকর্তারা সাহায্য করছেন তাদের সাধ্য মত।তবে এই ভাবে কতদিন।তাই অসুস্থ কমল দেবের চিকিৎসার জন্য অসুস্থ কমল দেবের মা সুমতি দেব সহ সমতল পদ্মবিল গ্রাম পঞ্চায়েত এলাকার প্রাক্তন প্রধান থেকে শুরু করে ঐ এলাকার যুবমোর্চার সদস্যরা সহ এলাকা বাসী মিলে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার নিকট করজোরে প্রার্থনা জানায় সংবাদ মাধ্যমের কাছে যাতে করে অসুস্থ কমল দেবের চিকিৎসার ব্যবস্থা করেন তিনি সেই খবরটি পৌঁছানোর জন্য। পাশাপাশি তাদের পক্ষ থেকে মন্ত্রী অর্থাৎ যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেবের সাহায্য ও প্রার্থনা করেন।শেষে ঐ এলাকার যুবমোর্চার সদস্যদের পক্ষ থেকে কমল দেবের মার হাতে সোমবার দুপুরে কিছু পুষ্টিকর খাবারের পেকেট তুলে দেন। সেখানে উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন প্রধান গোবিন্দ শুক্লবৈদ্য, প্রাক্তন বুথ সভাপতি পার্থ দেব, মন্ডল কমিটির প্রাক্তন সদস্য শন্কর দেব, যুব মোর্চার মন্ডল সদস্য মৃদুল চক্রবর্তী , প্রাক্তন বুথ সম্পাদক অজয় দেব, ইন্দ্রজিৎ দেব, পৃষ্ঠা প্রমুখ শ্যামল দেব,বি এম এস এর লাইন সম্পাদক নির্মল দেব, এলাকার প্রবিন কার্জ কর্তা মায়ারানি দেব সহ অন্যান্যরা।