Sunday, August 31, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদব্রাউন সুগার ও নগদ অর্থ সহ মা ছেলে মিলে পুলিশের জালে আটক...

ব্রাউন সুগার ও নগদ অর্থ সহ মা ছেলে মিলে পুলিশের জালে আটক তিন। ঘটনা খোয়াই পহরমুরা এলাকায়।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৩ই জুলাই…… নেশা কারবারিদের ব্যাবসা বন্ধ করতে পুলিশ প্রশাসন একের পর অভিযান চালিয়ে যাচ্ছে । তাতে করে পুলিশের হাতে বেশ কিছু সাফল্যও এসেছে।তেমনিই ভাবে গোপন সুত্রের খবরে শনিবার রাতে খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রনজিৎ সরকারের নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী নিয়ে পহরমুরা এলাকার বাসিন্দা প্রদীপ চন্দ্র সিনহার বাড়িতে তাল্যাসি চালায়। তাতে এই খবর পেয়ে বাড়ির মালিক প্রদীপ চন্দ্র সিনহা পালিয়ে যায় বলে জানায় পুলিশ। যদিও তল্লাসি চলাকালীন সময়ে প্রদীপ চন্দ্র সিনহার ঘড় থেকে পুলিশ ১০ গ্রাম ব্রাউন সুগার সহ নগদ ১০,৩৫০ টাকা উদ্ধার করে। পাশাপাশি সেখান থেকে পালাতক প্রদীপ চন্দ্র সিনহার স্ত্রী অঞ্জনা সিনহা উনার ছেলে প্রতাপ সিনহা সহ আরেকজন অতুল দেববর্মাকে আটক করে পুলিশ। পুলিশ জানায় তাদের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা দায়ের করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four + 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য