Saturday, August 30, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদম্যালেরিয়ার থাবায় মৃত্যু সাত বছরের এক শিশু

ম্যালেরিয়ার থাবায় মৃত্যু সাত বছরের এক শিশু

তেলিয়ামুড়া প্রতিনিধি : তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের অধীন ম্যালেরিয়ার থাবায় মৃত্যু এক ৭ বছরের শিশু। শিশু মৃত্যুতে ফের উঠে এলো স্বাস্থ্যকর্মী তথা আশা কর্মীর চূড়ান্ত গাফিলতির কাহিনী। বারবার ফোনে যোগাযোগ করেও আশা কর্মীকে পাওয়া যায়নি ওই এলাকায়। একবারের জন্যও আশা কর্মী ওই শিশুটাকে বাড়িতে গিয়ে দেখার প্রয়োজন মনে করেনি। আশার বিরুদ্ধে একরাশ অভিযোগ করল পরিবারের লোক এবং এলাকাবাসীরা। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার উত্তর গোকুলনগর এডিসি ভিলেজের বিলাই হাম এলাকায়।জানা যায় ওই এলাকার ভগিরথ রিয়াং এর সাত বছরের পুত্র দীর্ঘ ৫-৬ দিন যাবত জ্বরে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় বাড়িতেই পড়ে আছে। একদিকে টাকা পয়সার অভাব অন্যদিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে আসতে গেলে শুধুমাত্র গাড়ি ভাড়া খরচ এক থেকে দেড় হাজার টাকা খরচ করা ওই গরিব পরিবারটির পক্ষে সম্ভব নয়। তাই বারবার আশা কর্মীকে ফোন করেছিল যাতে করে প্রাথমিক চিকিৎসার জন্য কোন ব্যবস্থা করে দেয় ওই এলাকার আশা কর্মী। কিন্তু রোগীর পরিবারকে কোনভাবেই আশা কর্মী পাত্তাই দেন না। যার ফলে আজকেই শিশুটির অবস্থা খারাপ দেখে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ব্যবস্থাপত্রে রক্তের নমুনা পরীক্ষার জন্য দিয়ে দেন। হাসপাতালেই হয় শিশুটির ম্যালেরিয়া পরীক্ষা। এবং রক্তে ম্যালেরিয়া সংক্রমণ পাওয়া গেছে হাসপাতালে। কিছুক্ষণের মধ্যে শিশুটির অবস্থা আরো বেগতিক দেখলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেন। কিন্তু তেলিয়ামুড়া থেকে পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরবর্তী স্থানে এম্বুলেন্স যাওয়া মাত্রই আগরতলার উদ্দেশ্যে অর্থাৎ তুই চিনদ্রাই এলাকায় পৌঁছতেই শিশুটি নাড়াচাড়া করা বন্ধ করে দেয়। অ্যাম্বুলেন্স চালক ও পরিবারের লোক সঙ্গে সঙ্গে ই তেলিয়ামুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে শিশুটিকে। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। চিকিৎসক নিজেই জানান শিশুটির চার পাঁচ দিন জ্বর এ আক্রান্ত ছিল আজকে তাকে হাসপাতাল নিয়ে আসে এবং হাসপাতালে ই রক্তের নমুনা পরীক্ষা করে রক্তে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া যায়। এবং উচ্চ চিকিৎসার জন্য তাকে জিবি রেফার করা হয় কিন্তু কিছুক্ষণ পরেই থাকার পরেই রাস্তার মধ্যে শিশুটি মারা যায়। যদিও একতা বলা বাহুল্য তেলিয়ামুড়া মহকুমার অধীন বেশ কিছু স্বাস্থ্য পরিষেবায় স্বাস্থ্যকর্মীদের চূড়ান্ত পরিমাণ গাফিলতির কারণে এরকম অনেক অসহায় শিশু চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে এমনটাই ধারণা শুভ বুদ্ধিমহলে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য