বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৪ঠা জুলাই……খোয়াই হস্ত কারু শিল্প সমবায় সমিতির উদ্যোগে খোয়াই অফিসটিলা স্থিত সমবায় সমিতর অফিস গৃহে শুরু হলো মহিলাদের নিয়ে দুমাস ব্যাপি বাঁশ বেতের উপর এক প্রশিক্ষণ শিবির। এই সিবির চলবে আগামী দুই মাস। এই শিবিরে খোয়াই মহকুমার বিভিন্ন এলাকা থেকে ৩৭ জন মহিলারা প্রশিক্ষণ নিতে উপস্থিত হন। তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন তেলিয়ামুড়া থেকে আগত প্রশিক্ষক জোৎস্না সূত্রধর। এছাড়া সেই প্রশিক্ষণ শিবির উপস্থিত ছিলেন তাঁত শিল্প সমবায় সমিতির রাজ্য কমিটির কনভেনার বিজয় কুমার দেবনাথও ।প্রশিক্ষণ শিবিরের প্রথম দিকে বাস থেকে কিভাবে ব্যাত তৈরি করতে হয় সেই প্রশিক্ষণ প্রদান করা হয়। এরপর শুরু হয় বাস থেকে সলা তৈরি করা। এই বাসের শলাগুলিকে বিভিন্ন ওষুধের মাধ্যমে প্রক্রিয়াজাত করে বিভিন্ন ধরনের বাঁশের দ্রব্য সামগ্রী তৈরি করা হবে বলে জানান প্রশিক্ষার্থীরা। তার মধ্যে রয়েছে চাটাই, লেম্প, ফুলদানি, কলমদানি সহ বিভিন্ন ধরনের ছোট ছোট জিনিস তৈরি করবে। এই বিষয়ে এক প্রশিক্ষনার্থী জানান সরকারের কারণে বিশেষ করে মহিলাদের আত্মনির্ভর গড়ে তোলার লক্ষ্যে হস্ত কারু শিল্প সমবায় সমিতির উদ্যোগে এই ধরনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। তাতে করে যেসব মহিলারা এসবের অংশ নিচ্ছেন প্রশিক্ষণের জন্য আগামী দিন তারা এখান থেকে প্রশিক্ষিত হয়ে নিজ নিজ বাড়ি ঘরে এই ধরনের বাস বেতের কাজ করে নিজেদেরকে আর্থিক এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে পারবে বলে আশা ব্যক্ত করেন। পাশাপাশি নিজেরা যেমন স্বনির্ভর হবেন এর সাথে এসব জিনিসগুলি বাজার যাত করে অর্থ উপার্জন করতে পারবেন। এই ধরনের বাস বেতের কাজের গুনমান এবং অর্থনৈতিক চাহিদার উপর নির্ভর করে এই সমস্ত জিনিসগুলি বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। শুধু রাজ্যের বাজারে নয় আন্তর্জাতিক বাজারেও ত্রিপুরা কুটির শিল্পের অন্তর্গত এই ধরনের বাঁশ বেতের কাজের বিভিন্ন দ্রব্য সামগ্রীর চাহিদা ব্যাপক। সেই দিক দিয়ে তারা চেষ্টা করছেন এই ধরনের বাঁশ বেতের কাজ করে বিভিন্ন দ্রব্য সামগ্রী তৈরি করে সারা দেশের বাজারে এবং আন্তর্জাতিক বাজারে যেন এর ব্যাপ্তি ছড়িয়ে পড়ে। এর জন্য তারা এই প্রশিক্ষণ নিচ্ছেন এবং আগামী দিন বাঁশবাদের জিনিস তৈরি করে সারা দেশে ছড়িয়ে দেওয়ার প্রয়াসও রয়েছে তাদের। দুমাস ব্যাপি এই প্রশিক্ষণ শিবিরের যে সকল মহিলারা প্রশিক্ষণ নিচ্ছেন তাদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে দৈনিক ৩০০ টাকা করে অনুদান দেওয়া হবে। এবং দুমাস প্রশিক্ষণ শেষে প্রত্যেক মহিলারা ১৮০০০ টাকা করে পাবেন বলে জানান তাত শিল্প সমবায় সমিতির রাজ্য কমিটির কনভেনার বিজয় কুমার দেবনাথ।