বাসুদেব ভট্টাচার্যী খোয়াই
২৩ শে জুন……ভগবান বিরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং বিভিন্ন কর্মসূচি পালন করার অঙ্গ হিসেবে খোয়াই তুলাশিখর ব্লকের অন্তর্গত জেলার প্রত্যন্ত অঞ্চল আঠারোমুড়া পাহাড়ের পাদদেশে যজ্ঞ কোরবা উচ্চ বুনিয়াদী বিদ্যালয় মাঠে এক প্রশাসনিক শিবিরের মাধ্যমে অনুষ্ঠিত হয় সহায়তা প্রদান অনুষ্ঠান। ধরতি আবা জন ভাগিদারী অভিযানের অঙ্গ হিসেবে সোমবার ২৩ জুন খোয়াই মহকুমার যজ্ঞ কোবরা উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে এক প্রশাসনিক ও জনসচেতনতা মূলক শিবির অনুষ্ঠিত হয়েছে। শিবিরে খোয়াই মহকুমার অন্তর্গত তুলা শিখর ব্লক প্রশাসনের পক্ষ থেকে জনজাতি অংশের জনগণের মধ্যে পি আর টি সি, এ স টি সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট আধার কার্ড ইত্যাদি শংসাপত্রের জন্য আবেদনপত্র জমা নেওয়া হয়। সেই শিবিরে স্বাস্থ্য দপ্তর থেকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও ওষুধ প্রদান করা হয়। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে গবাদি পশু ও প্রাণীর টিকাকরণ করা হয়। বন দপ্তর থেকে গাছের চারা বিলি করা হয়। সরকারি এইসব পরিষেবা গ্রহণের জন্য খোয়াই মহকুমা প্রশাসন থেকে জনগণকে বিশেষভাবে অনুরোধ জানানো হলেও জন্ম-মৃত্যু পঞ্জিকরণ করার জন্য আগাম ঘোষণা করা হয়। শিবিরে আসা জনগনও সেই পরিষেবা নিয়েছেন। খোয়াই জেলা ,মহকুমা ও তুলাশিকর ব্লক প্রশাসনের বিভিন্ন আধিকারিক সহ তুলাশিখর নিবিড় শিশু কল্যাণ দপ্তরের সুপারভাইজার প্রমুখ উপস্থিত ছিলেন। জনজাতি অংশের মানুষকে আরও এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার এই কর্মসূচি শুরু করেছে। এ উপলক্ষ্যে আয়োজিত শিবিরগুলি থেকে সরকারি পরিষেবার সুযোগ গ্রহণ করার জন্য জনজাতিদের প্রতি আহ্বান জানান সুপারভাইজার শ্রীমতি সবিতার গৌড় ও শ্রীমতি শর্মিষ্ঠা রায়। শিবিরে আসা জনগন তুলাশিখর আই সি ডি এস প্রকল্পের আওতায় বিভিন্ন সামাজিক ভাতা ও সুবিধা গ্রহণ করেন। প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা এবং মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি প্রকল্পের অধীনে পুষ্টিকর সামগ্রী তুলে দেওয়া হয়।সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের এই ধরনের অভিযানে উপকৃত জনগণের উৎসাহ এবং উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।



