Wednesday, August 6, 2025
বাড়িখবররাজ্য১০ দফা দাবিতে ভারতীয় দূর সঞ্চার মঞ্চের ধর্না কর্মসূচি সংগঠিত

১০ দফা দাবিতে ভারতীয় দূর সঞ্চার মঞ্চের ধর্না কর্মসূচি সংগঠিত

১০ দফা দাবির ভিত্তিতে বৃহস্পতিবার ধর্না কর্মসূচি পালন করলো ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ভারতীয় দূর সঞ্চার মঞ্চ। বৃহস্পতিবার জেকশন গেইট সংলগ্ন বিএসএনএল কার্যালয়ে এই ধর্না কর্মসূচি পালন করা হয় ।১০ দফা দাবি গুলির মধ্যে অন্যতম হলো পরিষেবা প্রদানের জন্য কর্মীদের সুযোগ-সুবিধা প্রদান করা, বেতন বৈষম্য দূর করা ,এক কোম্পানি এক পলিসি চালু করা প্রভৃতি। এদিন ভারতীয় দূর সঞ্চার মঞ্চের আগরতলা শাখার চেয়ারম্যান চিন্ময় বিশ্বাস জানান এই ধর্না কর্মসূচিকে সফল করে তুলতে গত এক মাস যাবত বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে ।তিনি আরো জানান ,দাবী মানা না হলে আগামী দিনে দুই দিনের ধর্ন কর্মসূচি সহ আরো বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 + 18 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য