আগরতলা, ৫ জুন।। অন্যান্য বছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৫৩ তম বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে রাজ্যের বেসরকারি গবেষণা সংস্থা ‘অর্পণ সোসাইটি’। এদিন সকালে কলেজ অব ফিসারি ও ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় লেম্বুছড়া এলাকায় একবার ব্যবহৃত প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার আহ্বানে পদযাত্রা সংগঠিত করে। এরাজ্যে প্লাস্টিক ক্যারিব্যাগের সর্বাধিক ব্যবহৃতক্ষেত্র – মাছ, মাংস বহন, বাজার থেকে ফুল আনা এবং মুদিখানার সরঞ্জাম বহনের বর্ননা নিয়ে সুসজ্জিত ট্যাবলু বের হয় পদযাত্রার সঙ্গে। অর্পণের কর্মকর্তা ছাড়াও কলেজ অব ফসারির অধ্যাপক এ বি উপাধ্যায়, সহকারী অধ্যাপক হিমাদ্রি সাহা, স্টুডেন্ট ওয়েলফেয়ার অফিসার এম সঞ্জু সিং পদযাত্রায় সামিল হন এবং একবার ব্যবহৃত প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানান। অর্পণ ও বি বি এম সি কলেজের যৌথ উদ্যোগে এদিন প্লাস্টিক ব্যবহার কমিয়ে আনার আহ্বানে বিতর্ক ও আকস্মিক বক্তৃতা প্রতিযোগিতা এবং মনোজ্ঞ আলোচনাচক্র অনুষ্ঠিত হয় কলেজ প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এছাড়া আলোচনা করেন মুখ্যমন্ত্রীর ও এস ডি পরমানন্দ সরকার ব্যনার্জ্জী, বায়োটেকনোলজির যুগ্ম অধিকর্তা অন্জন সেনগুপ্ত, অর্পণ -র সম্পাদক ড: বিশ্বেন্দু ভট্টাচার্য, কলেজ বায়োটেক ক্লাবের কো-অর্ডিনেটর ড: নন্দিনী গুপ্ত, শিক্ষক ড: অভিজিৎ ভট্টাচার্য ও অধ্যক্ষা ড: মৃনাল দাশগুপ্ত প্রমুখ। বক্তারা প্লাস্টিকের ব্যবহার কমিয়ে কিভাবে পরিবেশ বান্ধব স্থিতিশীল জীবনশৈলী রচনা করা যায়, অর্থনৈতিক সমৃদ্ধি আনা যায়, এবং বর্জ্যকে সম্পদে রূপান্তর করা যায় এসম্পর্কে মনোজ্ঞ আলোচনা করেন।