Tuesday, July 1, 2025
বাড়িখবররাজ্যবিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৫৩ তম বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করলো অর্পণ সোসাইটি

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৫৩ তম বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করলো অর্পণ সোসাইটি

আগরতলা, ৫ জুন।। অন্যান্য বছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৫৩ তম বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে রাজ্যের বেসরকারি গবেষণা সংস্থা ‘অর্পণ সোসাইটি’। এদিন সকালে কলেজ অব ফিসারি ও ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় লেম্বুছড়া এলাকায় একবার ব্যবহৃত প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার আহ্বানে পদযাত্রা সংগঠিত করে। এরাজ্যে প্লাস্টিক ক্যারিব্যাগের সর্বাধিক ব্যবহৃতক্ষেত্র – মাছ, মাংস বহন, বাজার থেকে ফুল আনা এবং মুদিখানার সরঞ্জাম বহনের বর্ননা নিয়ে সুসজ্জিত ট্যাবলু বের হয় পদযাত্রার সঙ্গে। অর্পণের কর্মকর্তা ছাড়াও কলেজ অব ফসারির অধ্যাপক এ বি উপাধ্যায়, সহকারী অধ্যাপক হিমাদ্রি সাহা, স্টুডেন্ট ওয়েলফেয়ার অফিসার এম সঞ্জু সিং পদযাত্রায় সামিল হন এবং একবার ব্যবহৃত প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানান। অর্পণ ও বি বি এম সি কলেজের যৌথ উদ্যোগে এদিন প্লাস্টিক ব্যবহার কমিয়ে আনার আহ্বানে বিতর্ক ও আকস্মিক বক্তৃতা প্রতিযোগিতা এবং মনোজ্ঞ আলোচনাচক্র অনুষ্ঠিত হয় কলেজ প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এছাড়া আলোচনা করেন মুখ্যমন্ত্রীর ও এস ডি পরমানন্দ সরকার ব্যনার্জ্জী, বায়োটেকনোলজির যুগ্ম অধিকর্তা অন্জন সেনগুপ্ত, অর্পণ -র সম্পাদক ড: বিশ্বেন্দু ভট্টাচার্য, কলেজ বায়োটেক ক্লাবের কো-অর্ডিনেটর ড: নন্দিনী গুপ্ত, শিক্ষক ড: অভিজিৎ ভট্টাচার্য ও অধ্যক্ষা ড: মৃনাল দাশগুপ্ত প্রমুখ। বক্তারা প্লাস্টিকের ব্যবহার কমিয়ে কিভাবে পরিবেশ বান্ধব স্থিতিশীল জীবনশৈলী রচনা করা যায়, অর্থনৈতিক সমৃদ্ধি আনা যায়, এবং বর্জ্যকে সম্পদে রূপান্তর করা যায় এসম্পর্কে মনোজ্ঞ আলোচনা করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven − three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য