Tuesday, July 1, 2025
বাড়িখবররাজ্যআধ্যাত্মিক চেতনা ও সাংস্কৃতিক ক্রিয়া-কলাপ মনকে বিশেষ প্রভাবিত করে - বিধায়ক সুশান্ত...

আধ্যাত্মিক চেতনা ও সাংস্কৃতিক ক্রিয়া-কলাপ মনকে বিশেষ প্রভাবিত করে – বিধায়ক সুশান্ত দেব

আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক চর্চা আমাদের মানসিকতাকে প্রভাবিত করে। এর মাধ্যমেই আমরা নেশা মুক্ত ত্রিপুরা গড়ার সংগ্রামে এগিয়ে যেতে পারবো ।শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আর্ট সোসাইটি আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে এই কথা বলেন বিধায়ক সুশান্ত দেব। এই অনুষ্ঠানে অসমের হাইলাকান্দি সহ রাজ্যের ২৫০০ কচিকাঁচা শিল্পী অংশগ্রহণ করে।

আর্ট সোসাইটির বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হলো রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। আর্ট সোসাইটির বিভিন্ন সেন্টারের শিল্পীদের তাদের প্রতিভা অনুসারে স্কলারশিপ প্রদান এবং পুরস্কারপ্রদানই ছিল এই অনুষ্ঠানের প্রধান লক্ষ্য ।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিধায়ক সুশান্ত দেব ।সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন ,আমরা সবাই পড়াশোনা এবং জীবনের লক্ষ্য তৈরিতে ব্যস্ত। এই ক্ষেত্রে সাংস্কৃতিক ক্রিয়াকলাপ মন ও দেহকে সুস্থ রাখতে অনেকটাই সাহায্য করে। তিনি বলেন, বর্তমান সময়ে আমরা দুটি বিশেষ সমস্যার সম্মুখীন ।এর অন্যতম হলো নেশার সমস্যা ।নেশামুক্ত রাজ্য গড়তে নেশার বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসা উচিত। তিনি আরো বলেন, এই ক্ষেত্রে আধ্যাত্মিক চেতনা এবং সাংস্কৃতিক ক্রিয়াকলাপ আমাদের মনকে বিশেষভাবে প্রভাবিত করতে পারে।

আর্ট সোসাইটি আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ হাইলাকান্দি থেকে প্রায় ২৫০০ জন শিল্পী অংশগ্রহণ করেন ।এরা বিভিন্ন প্রান্তের আর্ট সোসাইটি পরিচালিত সাংস্কৃতিক সংস্থার প্রশিক্ষণার্থী শিল্পী ।এই অনুষ্ঠানে তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভার স্বাক্ষর তুলে ধরে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 + nineteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য