Wednesday, July 2, 2025
বাড়িখবররাজ্যচুরি যাওয়া স্বর্ণালংকার সহ আমতলী থানার পুলিশের হাতে আটক চুর

চুরি যাওয়া স্বর্ণালংকার সহ আমতলী থানার পুলিশের হাতে আটক চুর

চুরি যাওয়া স্বর্ণালংকার সহ অভিযুক্ত চোর ধরা পরল আমতলী থানার পুলিশের হাতে। জানা গেছে গত কয়েকদিন আগে আমতলী থানার অন্তর্গত হাঁপানিয়া দাসপাড়া এলাকায় এক মহিলার বাড়ি থেকে লক্ষাদিক টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি হয়েছিল। ঘটনার পর বাড়ির মালিক বিষয়টি আমতলী থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ মামলা হাতে নিয়ে চুরির ঘটনার তদন্তে নামে। ঘটনার তদন্তে নেমে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে একই এলাকার সুয়েল মিয়া নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে চালিয়ে চুরি যাওয়া একটি স্বর্ণের চেইন উদ্ধার করতে সক্ষম হয় যাওয়ার আরেক টি সোনার বালা এখনো উদ্ধার করতে পারেনি। এই ব্যাপারে সোমবার দুপুরে আমতলী থানার সেকেন্ড অফিসার মৃণাল কান্তি পাল সাংবাদিকদের জানিয়েছেন অভিযুক্ত সোয়েল মিয়াকে পুলিশ রিমান্ড চেয়ে সোমবার আদালতে প্রেরণ করা হবে। পুলিশের ধারণা অভিযুক্ত সোয়েল মিয়াকে পুলিশ রিমান্ডে এনে জোর জিজ্ঞাসাবাদ চালালে চুরি যাওয়া অপর একটি স্বর্ণালংকার সহ এই চুরির ঘটনার সাথে আরো কারা যুক্ত রয়েছে এই সব কিছুই জানতে পারবে। জানা গেছে সমস্ত আইনি প্রক্রিয়ার শেষে উদ্ধার হওয়া সোনার চেইন প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হবে পুলিশের পক্ষ থেকে। এই চুরির ঘটনায় এক অভিযুক্ত পুলিশের হাতে গ্রেফতার হওয়ায় কিছুটা স্বস্তি এসেছে হাঁপানিয়া দাসপাড়া এলাকায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য